স্নানঘরের গ্যাস-গিজ়ার থেকে এলপিজি লিক করায় দমবন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের দুই তরুণীর। শনিবার সকালে মাইসুরুর ঘটনা। মৃতদের গুলফাম (২৩) এবং সিমরান তাজ (২০) বলে চিহ্নিত করেছে পুলিশ।
তরুণীদের পরিবার জানিয়েছে, এ দিন সকালে জল গরম করে স্নান করতে স্নানঘরে গিয়েছিলেন দু’জনেই। বহুক্ষণ কেটে গেলেও কাউকেই সেখান থেকে বেরোতে দেখা যায়নি। এই সময়ে কিছুটাচিন্তিত হয়ে দরজা ধাক্কা দিতে শুরু করেন তরুণীদের বাবা আলতাফ। দীর্ঘক্ষণ ডেকে সাড়া না পেয়ে স্নানঘরের দরজা ভাঙেন তিনি। সেই সময়ে দেখা যায়, দুই বোনই অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। চারদিকে গ্যাসের তীব্র গন্ধ। দ্রুত তরুণীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, বিষাক্ত গ্যাসের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।
তদন্ত শেষে পুলিশ জানিয়েছে যে, গ্যাস-গিজ়ার থেকে এলপিজি লিক করছিল। গিজ়ারে আগুন ধরে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে তা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)