Advertisement
২৩ এপ্রিল ২০২৪

খনিতে মৃত্যু আরও দু’জনের

এ দিকে মেঘালয়ের কসানে গত কয়েক দিন ধরে নাগাড়ে পাম্প চালিয়েও রবিবার মাত্র দু’ফুট জল কমেছে খনি গহ্বরগুলি থেকে।

মেঘালয়ের কসানে খনি থেকে বার করা হচ্ছে জল। নিজস্ব চিত্র

মেঘালয়ের কসানে খনি থেকে বার করা হচ্ছে জল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৪:১০
Share: Save:

কসানে খনিতে জল ঢুকে ১৫ জন শ্রমিকের আটকে থাকার ঘটনার পরেও মেঘালয়ে বন্ধ হয়নি অবৈধ কয়লা তোলা। ফের অবৈধ কয়লা খনি ধসে মারা গেলেন অন্তত ২ শ্রমিক। তাঁদের এক জন অসমের। পুলিশ সূত্রে খবর, ক্লেরিয়েটের বাসিন্দা এলাড বারে ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পুলিশ রবিবার তল্লাশিতে নামে। জালিয়া গ্রামের কাছে মুকনর এলাকায় একটি পাহাড় কাটা কয়লা খনির মুখ থেকে এলাডের মৃতদেহ উদ্ধার হয়। তল্লাশি চালিয়ে খনিতে পাথর চাপা অবস্থায় উদ্ধার হয় মনোজ বসুমাতারি নামে আরও এক খনি শ্রমিকের দেহ। সন্দেহ করা হচ্ছে পাহাড়ের ওই অংশ কেটে কয়লা বার করার সময়ে পাহাড়ের চাঁই ধসে পড়ে। ভিতরে আরও শ্রমিক আটকে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। খনির মালিক পলাতক।

এ দিকে মেঘালয়ের কসানে গত কয়েক দিন ধরে নাগাড়ে পাম্প চালিয়েও রবিবার মাত্র দু’ফুট জল কমেছে খনি গহ্বরগুলি থেকে। রবিবার সকালে মূল গহ্বরে কাজে লাগানো দু’টি পাম্প যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়। বিকেলে পাম্প মেরামত ও বদল করে ফের চালানো হয়। এই ক’দিনে মূল গহ্বরের পাশের গহ্বর দু’টি থেকে মোট ১২.১৫ লক্ষ লিটার জল বার করার পরে জলতল চার ফুট কমেছিল। কিন্তু নদীর জল ঢুকতে থাকায় জলতল আবার দু’ফুট বেড়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Coal Mine Meghalaya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE