Advertisement
E-Paper

বড্ড ভুলো মনের শহর কলকাতা! বলছে উব্‌র

বিশ্বে এমন ভুলো মনের দেশের তালিকায় ভারত রয়েছে একেবারে ১ নম্বরে। তবে ভারতকে একা সেই ‘শিরোপা’ পেতে দেয়নি অস্ট্রেলিয়া আর ফিলিপিন্স। শীর্ষ স্থানটা তারা ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৮ ১৮:৪৫
উবের ট্যাক্সি। ফাইল চিত্র।

উবের ট্যাক্সি। ফাইল চিত্র।

বড্ড বেশি ভুলো মনের শহর আমাদের এই কলকাতা। গন্তব্যে পৌঁছে তাড়াহুড়ো করে নামতে গিয়ে মানিব্যাগ, লিপস্টিক, চশমা, মোবাইল ফোন ক্যাবেই রেখে নেমে যাওয়ার ঘটনায় ভারতের শহরগুলির মধ্যে কলকাতা রয়েছে ৫ নম্বরে। আর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির (এপিএসি বা, ‘অ্যাপাক’) মধ্যে কলকাতার জায়গাটা ১৩ নম্বরে। কলকাতার ক্যাবযাত্রীরা যে শুধুই ছোটখাটো জিনিসের ক্ষেত্রেই ভুলো মনের পরিচয় দেন, তা নয়। ভুলে তাঁরা সোনার গয়না, এলসিডি টিভি, এমনকী বার্থ ডে কেকও ক্যাবে রেখে নেমে যান।

তবে শুধু কলকাতার কথা বললে সবটা বলা হয় না।

বিশ্বে এমন ভুলো মনের দেশের তালিকায় ভারত রয়েছে একেবারে ১ নম্বরে। তবে ভারতকে একা সেই ‘শিরোপা’ পেতে দেয়নি অস্ট্রেলিয়া আর ফিলিপিন্স। শীর্ষ স্থানটা তারা ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।

অ্যাপ ক্যাব সংস্থা উব্র’-এর ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ এই খবর দিয়েছে।

উব্রের ওই ইনডেক্স জানিয়েছে, ভারতে ভুলো মনের শহরের তালিকায় ১ নম্বরে রয়েছে ‘তথ্যপ্রযুক্তির শহর’ বেঙ্গালুরুর নাম। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি, মুম্বই আর হায়দরাবাদের নাম। আর কলকাতার পরে রয়েছে চেন্নাই, পুণে, জয়পুর, চণ্ডীগড় আর অমদাবাদ।

আরও পড়ুন- পরিবহণে গতি আনতে রাজ্যের হাত ধরল উব্‌র​

আরও পড়ুন- এ বার অস্ট্রেলিয়ার মাটিতেও উব্‌রকে টক্কর দেবে ওলা​

ওই সমীক্ষা জানিয়েছে, কলকাতায় ক্যাবযাত্রীদের ভুলো মনের ঘটনা গত বছর সবচেয়ে বেশি ঘটেছে ৩১ অগস্ট, ১৬ এবং ১৭ নভেম্বর। সপ্তাহের অন্য দিনগুলির তুলনায় শনি ও রবিবারেই কলকাতায় এই ঘটনা বেশি ঘটেছে। আর সেই সব ঘটনা বেশি ঘটেছে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আর দুপুর ২টো থেকে ৪টার মধ্যে।

সমীক্ষকরা জানিয়েছেন, ভুলে যে সব জিনিস ক্যাবে বেশি ফেলে যান যাত্রীরা, তাদের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ব্যাগ, মানিব্যাগ, চাবি, লাইসেন্স, পাসপোর্ট, আইডি কার্ড, কানের দুল, বোতল, ছাতা ও সোনার গয়না। আবার যে সব জিনিস ভুলে ক্যাবে ফেলে নেমে যাওয়াটা অসম্ভব বলে মনে হয়, সেই এলসিডি টিভি, শিশুদের ট্রাই সাইকেল, ক্রিকেটের ব্যাটিং প্যাড, মশারি, ঠাকুমার ফ্রেমে বাঁধানো ছবি ও গলদা চিংড়ি ফেলে দেওয়ার ঘটনাও কম ঘটেনি উবের ক্যাবে।

উব্রের তরফে জানানো হয়েছে, যাত্রীরা ক্যাবে কিছু ফেলে নেমে গেলে অ্যাপের সাহায্যেই তা উদ্ধার করা সম্ভব। কিন্তু অনেকেই তা জানেন না। এ ক্ষেত্রে অ্যাপের ‘হেল্প’ ক্লিক করে ‘রিপোর্ট অন ইস্যু’তে গিয়ে যাত্রীরা তাঁদের নাম, ফোন নম্বর আর যাত্রাপথের সবিস্তার রুট জানালেই তাঁরা তাঁদের ফেলে যাওয়া জিনিসপত্র ফেরত পেতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, মূলত দু’টি কারণে এই ধরনের ঘটনা বেশি ঘটে। এক, যাত্রীদের মানসিক চাপবৃদ্ধি। দুই, যাঁরা অ্যাপ ক্যাবে চড়েন, তাঁরা সকলেই স্মার্ট ফোন ব্যবহার করেন। আর ক্যাবে উঠেই সারা ক্ষণ ডুবে থাকেন স্মার্ট ফোনে। ফলে নামার সময় তাঁরা ভুলে অনেক কিছু ক্যাবেই ফেলে রেখে নেমে যান।

UBER Forgetful City Kolkata উবের
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy