বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে উত্তরপ্রদেশের ফলাফল দেখে নিতে চাইছেন উদ্ধব ঠাকরে।
ইতিমধ্যেই দলকে বুঝিয়েছেন উদ্ধব, বিজেপির সঙ্গে সম্পর্ক শেষ। এখন বাকি ‘কঠোর’ সিদ্ধান্ত। কিন্তু শিবসেনার মতে, উত্তরপ্রদেশে ভাল ফল করলে বিজেপির সঙ্গে সম্পর্ক শেষ করা কঠিন হবে। তার উপর পুরভোটে ভাল ফল করার পর মহারাষ্ট্রে বিধানসভা ভোটে বিজেপি জমি শক্ত করতে পারে। তাই উত্তরপ্রদেশের ফল দেখেই পদক্ষেপ করতে চাইছে সেনা। শিবসেনার মুখপত্র ‘সামনা’ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে লিখেছে, ‘‘বৃহন্মুম্বই পুরসভার মেয়র পদ নিয়ে বিজেপি শূন্য কলসির মতো শব্দ করছে। দেবেন্দ্র ফডণবীশ বলছেন, তাঁরা কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। কিন্তু বিজেপিই কংগ্রেস হয়ে গিয়েছে।’’ বৃহন্মুম্বই পুরসভার মেয়র ৯ মার্চের মধ্যে ঠিক করতে হবে। আর উত্তরপ্রদেশের ফল প্রকাশ ১১ মার্চ। শিবসেনার বক্তব্য, মহারাষ্ট্র সরকারের থেকে সমর্থন তোলা হবে কিনা, ১১ মার্চের পরে সিদ্ধান্ত হবে। এর সঙ্গে মেয়র ভোটের যোগ নেই। বিজেপির বক্তব্য, মেয়র নিয়ে উদ্ধবের কী সিদ্ধান্ত, জোটের ফয়সালা তার উপরেই নির্ভর করবে।