Advertisement
E-Paper

কেরলের রাজধানী বিজেপির দখলে! তারুরের কেন্দ্রে হারলেও পুর-পঞ্চায়েত ভোটে সামগ্রিক জয় কংগ্রেস জোটের

গণনার প্রবণতা বলছে, বামশাসিত কেরলের পুরসভা ও পঞ্চায়েত ভোটে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ অনেকটাই এগিয়ে। ছ’টি নগর নিগমের মধ্যে চারটিতেই জিততে চলেছে তারা। ১৪টি জেলা পরিষদের মধ্যে আটটিতে এগিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮
UDF ahead in more municipalities, corporations, panchayats than LDF in Kerala Civic polls, BJP wins Thiruvananthapuram

কংগ্রেস সাংসদ শশী তারুর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দীর্ঘ ৪৫ বছর পর কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের পুরনিগমের ভোটে হেরে গেল সিপিএম। ১০১টি ওয়ার্ডে মধ্যে ৫০টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতায় দোরগোড়ায় পৌঁছে গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। সিপিএমের জোট এলডিএফ ২৯ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৯টিতে জয়ী হয়েছে। নির্দলেরা ২টিতে। ফলে বিজেপির ক্ষমতা দখল কার্যত সময়ের অপেক্ষা।

তিরুঅন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সখ্য নিয়ে গত এক বছর ধরেই জল্পনা চলছে। এ বার তারুরের কেন্দ্রে বিজেপির চমকপ্রদ জয় নিয়ে তাই জল্পনা দানা বেঁধেছে। কেরলের রাজধানী দখলের জন্য দলীয় নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তাৎপর্যপূর্ণ ভাবে নির্বাচনী প্রচার থেকে দূরে সরে থাকা তারুরও ফলাফলকে স্বাগত জানিয়েছেন! বামেদের হাত থেকে তিরুঅন্তপুরম ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ২০২০ সালের ভোটের জেতা পালাক্কড় পুরসভাও এ বার দখলে রেখেছে বিজেপি। যদিও বামশাসিত রাজ্যে পুরসভা ও পঞ্চায়েত ভোটে সামগ্রিক ভাবে বড় জয় পেয়েছে কংগ্রেসের জোট।

গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলের পঞ্চায়েত ও পুরভোট হয়েছিল। শনিবার সকাল থেকে শুরু হয় গণনা। কেরলে এ বার দু’দফায় মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। এর মধ্যে ৬টি নগরনিগম (কর্পোরেশন), ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট আসনের সংখ্যা ২২৫০১ হাজার। গণনার প্রবণতা বলছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ অনেকটাই এগিয়ে। ছ’টি নগর নিগমের মধ্যে চারটিতেই জিততে চলেছে তারা। ১৪টি জেলা পরিষদের মধ্যে আটটিতে। তবে গ্রামাঞ্চলের অধিকাংশ এলাকাতেই কংগ্রেসের জোটের সঙ্গে টক্কর দিয়েছে বামেরা।

কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৫০টি পুরসভায় এগিয়ে রয়েছে। বামেরা ২৫টিতে। কোচি, ত্রিশূর, কোল্লমের মতো গুরুত্ব পুরনিগমগুলিতে জয়ের পথে কংগ্রেস জোট। সিপিএমের জোট শুরু কোঝিকোড় পুরনিগমে জিততে পেরেছে। সামগ্রিক ভাবে কংগ্রেস জোট ৭৯০৫, বামজোট ৬৫১৩, এবং এনডিএ ১৪৩০টি আসনে এখনও পর্যন্ত জিতেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গেই কেরলে বিধানসভা ভোট হওয়ার কথা। ২০২১ সালে দক্ষিণ ভারতের ওই রাজ্যে দীর্ঘদিনের পরিবর্তনের ধারা বদলে গিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছিলেন সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এ বার তাঁর নিজের জেলা কান্নুরের নগরনিগমেও জিতেছে কংগ্রেস। ইউডিএফের দাবি, ছ’মাস পরের বিধানসভা ভোটেও বিপুল জয় পাবে তারা।

BJP CMP Shashi Tharoor UDF LDF Thiruvananthapuram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy