সম্মানরক্ষার সুযোগ দিলে আলোচনায় বসতে রাজি পরেশ বরুয়া। আজ এই কথা জানান, আলোচনাপন্থী আলফার সাধারণ সম্পাদক ও শান্তি আলোচনার নেতা অনুপ চেতিয়া। দীর্ঘ দিন বাংলাদেশের কারাগারে বন্দি চেতিয়ার সঙ্গে আলফা সেনাধ্যক্ষ পরেশ বরুয়া সুসম্পর্ক। তাঁরা তিনসুকিয়ার জেরাইচাকালিতে প্রতিবেশী ছিলেন। গত বছর ভারতে ফেরেন অনুপ। জেল থেকে বেরিয়ে শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। চেতিয়া জানান, শান্তি প্রক্রিয়া নিয়ে পরেশের সঙ্গে তাঁর কথা হয়েছে। পরেশ জানিয়েছেন, তাঁর সম্মানরক্ষার সুযোগ দিলে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। অবশ্য স্বাধীনতার দাবিতে এখনও অটল পরেশ। চেতিয়া জানান, পরেশের দাবি তিনি কেন্দ্রকে জানিয়েছেন। বল এখন কেন্দ্রের কোর্টে।
কংগ্রেসের বিক্ষোভ। নোট বাতিলের প্রতিবাদ ও নরেন্দ্র মোদীর দুর্নীতির তদন্তের দাবিতে দীঘলিপুখুরির সামনে অবস্থান বিক্ষোভ করল প্রদেশ কংগ্রেস। রিজার্ভ ব্যাঙ্ক ঘেরাও করা হয়। হাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, এআইসিসি সাধারণ সম্পাদক সি পি জোশী। আজ বিক্ষোভের নেতৃত্ব দিয়ে গ্রেফতার হন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা ও মুখপাত্র প্রদ্যোৎ বরদলৈ। রিজার্ভ ব্যাঙ্কের সামনে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। অন্য দিকে শিলংয়ে রিজার্ভ ব্যাঙ্কের সামনে কংগ্রেস বিক্ষোভ দেখাতে যাওয়ার আগেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলি সেখানে পৌঁছে কংগ্রেস ও বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে। কংগ্রেস কর্মীরা সেখানে গেলে জটিলতা তৈরি হয়।