Advertisement
০৪ মে ২০২৪

অপহৃতের ছবি ও টেপ প্রকাশ আলফার

এ বার আইএসআইএসের কায়দায় অপহৃতের মাথায় রাইফেল ধরে তার ছবি দিয়ে হুমকি-বার্তা পাঠাল আলফা। আলফার তরফে এমন হুমকি এই প্রথম। আজ সংবাদমাধ্যমকে আলফার তরফে একটি ‘ভিডিও ক্লিপিংস’ পাঠানো হয়।

আলফার পাঠানো ভিডিওয় কুলদীপ মরাণ।

আলফার পাঠানো ভিডিওয় কুলদীপ মরাণ।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০৩:১০
Share: Save:

এ বার আইএসআইএসের কায়দায় অপহৃতের মাথায় রাইফেল ধরে তার ছবি দিয়ে হুমকি-বার্তা পাঠাল আলফা। আলফার তরফে এমন হুমকি এই প্রথম। আজ সংবাদমাধ্যমকে আলফার তরফে একটি ‘ভিডিও ক্লিপিংস’ পাঠানো হয়। তাতে দেখা যাচ্ছে, ১ অগস্ট অরুণাচলপ্রদেশের চাংলাং থেকে অপহৃত কুলদীপ মরাণকে জঙ্গলে ঘিরে রেখেছে সশস্ত্র জঙ্গিরা। কাতর ভাবে কুলদীপ বলছেন, ‘‘ওরা খুব কষ্ট দিচ্ছে। জঙ্গলে হাঁটাচ্ছে। শরীরের অবস্থা খারাপ। অবিলম্বে আমাকে মুক্ত করার ব্যবস্থা না করলে বাঁচব না।’’ ওই বার্তায় বাবা-মার পাশাপাশি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছেও মুক্তির আর্জি জানান কুলদীপ। কুলদীপ বিজেপির তিনসুকিয়া জেলা সভাপতি রত্নেশ্বর মরাণের ছেলে ও শদিয়ার বিধায়ক বলিন চেতিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আলফার তরফে কুলদীপের মুক্তির বিনিময়ে চেতিয়ার কাছ থেকেই এক কোটি টাকা দাবি করা হয়েছে। চেতিয়া তা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন।

অপহরণের ২২ দিন পরেও কুলদীপের খোঁজ পাচ্ছে না পুলিশ। আলফা-স্বাধীনের তরফে সম্প্রতি এক ই-মেলে জানানো হয়েছিল, নেশাসক্ত কুলদীপ আলফার নাম করে তোলা তুলত। তাই তাকে অপহরণ করা হয়েছে। কিন্তু ১২ অগস্টের পর থেকে অপহরণকারীদের সঙ্গে আলফা সদর দফতরের যোগাযোগ সম্ভব হয়নি। পুলিশের মতে, কুলদীপের ক্ষতি হলে তার দায় ঝেড়ে ফেলতেই ওই কথা বলছে আলফা স্বাধীন। কুলদীপ অরুণাচলে ঠিকাদারি করতেন, হাতি ভাড়ায় দিতেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ULFA Tinsukia district
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE