Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অনিশ্চিত ট্রেন

লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রীট্রেন চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়ল। আগামী বুধবার থেকে লামডিং-শিলচর লাইনে পরিষেবা শুরুর চিন্তাভাবনা করছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:০৭
Share: Save:

লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে যাত্রীট্রেন চলাচল ফের অনিশ্চিত হয়ে পড়ল। আগামী বুধবার থেকে লামডিং-শিলচর লাইনে পরিষেবা শুরুর চিন্তাভাবনা করছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। কিন্তু গত কাল মাইগ্রেনডিসার ৯২ কিলোমিটার অংশে মাটি ফুলেফেঁপে ওঠায় রেললাইন বেঁকে যায়। গত রাত থেকে ওই লাইনে মালগাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

রেল সূত্রে খবর, মাইগ্রেনডিসার ৯২ কিলোমিটার অংশে ১০০ মিটার জায়গায় লাইন নষ্ট হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার মুখ্য প্রশাসনিক অফিসার অজিত পণ্ডিত জানান, বৃষ্টি না কমলে ওই লাইনে ট্রেন চালানো সম্ভব নয়। কবে নাগাদ যাত্রী পরিষেবা শুরু হবে তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে জানিয়েছেন, রেলকর্মীরা দিনরাত কাজ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

silchar lumding broad gauge Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE