বিধানসভা নির্বাচন সামনেই। তাই বিহারের জন্য একের পর এক উপহার ঘোষণা করে চলেছে মোদী সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের রেল ও সড়ক তৈরিতে প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প মঞ্জুর করেছে। সব ঠিক থাকলে বিহার থেকেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে পারে। সরকারি সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ও ছট পুজোর আগেই পটনা-দিল্লির মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করে দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের বখতিয়ারপুর-রাজগীর-তিলাইয়া রেল লাইনের ডাবলিংয়ের জন্য ২,১৯২ কোটি টাকা মঞ্জুর করেছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিজের জেলা নালন্দা-সহ চারটি জেলার মধ্যে দিয়ে এই রেললাইন গিয়েছে। সাহেবগঞ্জ থেকে বেতাইয়া পর্যন্ত চার লেনের নতুন জাতীয় সড়ক প্রকল্পও মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পে প্রায় ৩,৮২২ কোটি টাকা ব্যয় হবে। পটনা থেকে বেতাইয়ার মধ্যে এই জাতীয় সড়ক উত্তর বিহারের বৈশালী, সরন, সিওয়ান, গোপালগঞ্জ, মুজফ্ফরপুর, পূর্ব ও পশ্চিম চম্পারণের মধ্যে দিয়ে যাবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত ঘোষণার পরে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের সঙ্গে বিহারের লিট্টি-চোখা, বালুসাই খেয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)