Advertisement
০৩ মে ২০২৪
Uttar Pradesh

৯০ বছরের বাবার ইচ্ছায় কাঠের পুতুলকে বিয়ে যুবকের

কাঠের ‘কনে’কে পরানো হয়েছিল লাল শাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল সেটিকে।

কাঠের পুতুলের সঙ্গে যুবকের বিয়ে। ছবি টুইটার থেকে নেওয়া।

কাঠের পুতুলের সঙ্গে যুবকের বিয়ে। ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ১৩:৫৪
Share: Save:

বাবার ইচ্ছা ছোট ছেলের বিয়ে দেখবেন। কিন্তু ছেলের জন্য পাত্রী আর মেলে না। তাই কাঠের প্রতিকৃতিকে কনে সাজিয়ে বিয়ে দেওয়া হল ওই যুবকের সঙ্গে। প্রথা মেনে অনুষ্ঠান করেই হয়েছে সে বিয়ে হয়েছে বুধবার। এই বিয়ের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে ঘুরপুরে।

তাঁর ছেলে কাঠের পুতুলের মতোই ‘অকাজের’। তাই এই বিয়ে একে বারে যথার্থ বলে মনে করেন ৯০ বছরের শিব মোহন। ছেলের বিয়ে নিয়ে তিনি এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘আমার ন’টি ছেলে রয়েছে। তাঁদের আটজনের বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট ছেলের কোনও সম্পত্তি নেই। তাঁর বুদ্ধিও খুব কম। তাই পুতুলের সঙ্গেই আমি তাঁর বিয়ে দিয়েছি।’’

সংবাদ সংস্থার খবর অনুসারে, সেই বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়স্বজনরাও। কাঠের ‘কনে’কে পরানো হয়েছিল লাল শাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল সেটিকে। স্থানীয় পুরোহিত মন্ত্র পড়ে যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন কাঠের প্রতিকৃতির। মালাবদল ও সাত পাক ঘোরা-র মতো সমস্ত প্রথাই হয়েছে সেই বিয়েতে।

জানা গিয়েছে, শিব মোহন তাঁর সন্তানদের বলেছিলেন তাঁর মৃত্যুর আগে বিয়ে করতে হবে সকলকে। সেই ইচ্ছাপূরণেই কাঠের পুতুলের সঙ্গে বিয়ে করতে রাজি করানো হয়েছিল ওই যুবককে। তাঁকে বোঝানো হয়েছে, এই ঘটনা খুব স্বাভাবিক।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬, দু’লক্ষ ছাড়াল সুস্থ হওয়ার সংখ্যাও

আরও পড়ুন: সীমান্তে কেন ভারতীয় সেনার ‘মাউন্টেন স্ট্রাইক কোর’ হল না, উঠছে প্রশ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE