বাজেট অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ বিধানসভা। বৃহস্পতিবার বিধানসভায় উত্তরপ্রদেশের রাজ্যপাল ভাষণ শুরু করতেই তাঁকে বাধা দিয়ে স্লোগান তুলতে শুরু করেন বিরোধী বিধায়করা। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামবৃদ্ধি, রাজ্যের আইন-শৃঙ্খলায় ভাঙন, বেকারত্বের মতো বিষয়ে সরব হতে দেখা যায় তাঁদের। গ্যাসের সিলিন্ডার মাথায় তুলে যোগী আদিত্যনাথের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন বিধায়ক।
এ দিন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল অধিবেশনে বক্তব্য রাখা শুরু করলে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন বিক্ষুব্ধ বিধায়করা। তাঁদের বেশির ভাগই ছিলেন সমাজবাদী দলের প্রতিনিধি। এই বিক্ষুব্ধদের কয়েকজনকে কাঁধে গ্যাস সিলিন্ডার তুলে নিয়েই হইচই করতে দেখা যায়।
দেখুন উত্তরপ্রদেশ বিধানসভার বিক্ষোভের ভিডিও: