Advertisement
১৯ মে ২০২৪
Uttar Pradesh

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রকে ‘চরিত্রহীন’ তকমা দিল স্কুল!

ওই ছাত্রের অভিভাবকের অভিযোগ, অন্য স্কুলে ভর্তি হওয়া আটকাতে ও তাঁর ছেলের ভবিষ্যত নষ্ট করতে উদ্দেশ্য প্রণেদিতভাবে এই কাজ করেছে স্কুল। 

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় সার্টিফিকেটে ‘চরিত্রহীন’ তমকা পেল ছাত্র। অলঙ্করণে তিয়াসা দাস।

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করায় সার্টিফিকেটে ‘চরিত্রহীন’ তমকা পেল ছাত্র। অলঙ্করণে তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৭:২১
Share: Save:

সহপাঠীদের সঙ্গে ঝামেলার জন্য মেরেছিলেন শিক্ষক। তার পর শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল নয় বছরের ছেলেটি। ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার সময় সেই ছাত্রকে ‘চরিত্রহীন’ তকমা দিল স্কুল। ওই ছাত্রের অভিভাবকের অভিযোগ, অন্য স্কুলে ভর্তি হওয়া আটকাতে ও তাঁর ছেলের ভবিষ্যত নষ্ট করতে উদ্দেশ্য প্রণেদিতভাবে এই কাজ করেছে স্কুল।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোন্দা জেলার চাটারাউলি গ্রামের প্রাইমারি স্কুলে। মাস খানেক আগে স্কুলে সহপাঠীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্র। সে জন্য ছাত্রটিকে মারধর করেছিলেন এক শিক্ষক। তখন ওই ছাত্রের বাবা-মা স্কুলের প্রধানশিক্ষকের কাছে অভিযোগ করেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে।

কিন্তু দিন পেরিয়ে গেলেও সেই অভিযোগের কোনও ব্যবস্থা করেননি স্কুল কর্তৃপক্ষ। তখন ওই স্কুল থেকে ছাড়িয়ে নয় বছরের ছেলেটিকে অন্য স্কুলে ভর্তি করবেন বলে ঠিক করেন তার অভিভাবক। সেই মতো তার অভিভাবক স্কুলে গিয়ে ট্রান্সফার সার্টিফিকেট চান। সেই সার্টিফিকেট দেখেই চোখ কপালে ওঠে। ছেলেটির বাবা-মা দেখেন, তাঁদের ছেলেকে ‘চরিত্রহীন’ তকমা দিচ্ছে স্কুল। তখনই ওই ছাত্রের বাবা-মা অভিযোগ করেন, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করাতেই এ রকম তকমা পেতে হয়েছে তাঁদের ছেলেকে।

বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ওই জেলার এডুকেশন অফিসার। দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ছাত্র-ছাত্রীদের সঙ্গেই রোজ ক্লাস করছে এই হনুমান!

আরও পড়ুন: কাশ্মীরে স্বকীয়তা বাঁচিয়ে রাখতে মরিয়া আলেকজান্ডারের সেনার ‘বংশধররা’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh School Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE