Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

পড়ুয়াদের মাতৃত্বের পাঠ দিতে উত্তরপ্রদেশে এ বার ‘গর্ভ সংস্কার’ কোর্স

সংবাদ সংস্থা
লখনউ ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪১
মাতৃত্বের পাঠ এ বার বিশ্ববিদ্যালয়েই। —প্রতীকী চিত্র।

মাতৃত্বের পাঠ এ বার বিশ্ববিদ্যালয়েই। —প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশে এ বার বিশ্ববিদ্যালয়েই মিলবে মাতৃত্বের পাঠ।‘গর্ভ সংস্কার’ নামে নয়া ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে সেখানে। এর আওতায় গর্ভাবস্থায় মহিলাদের কী পরা উচিত, কী খাওয়া উচিত, কী ভাবে নিজের যত্ন নেওয়া উচিত, তা শেখানো হবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই ওই কোর্সে ভর্তি হতে পারবেন বলে জানা গিয়েছে।

রাজ্যপাল আনন্দীবেন পটেলের উদ্যোগেই এই নয়া কোর্স চালু হচ্ছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন লখনউ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দুর্গেশ শ্রীবাস্তব। তিনি বলেন, ‘‘রাজ্যপাল আনন্দীবেন পটেল বিশ্ববিদ্যালয়গুলির আচার্যও। মাতৃত্বের জন্য মেয়েদের আগে থাকতে প্রস্তুত করতেই এই নয়া কোর্সের প্রস্তাব দেন তিনি।’’

গত বছর লখনউ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই আনন্দীবেন প্রথম এই কোর্সের কথা উল্লেখ করেন। জার্মানির একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। সেই অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর কাজ শেষ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দুর্গেশ শ্রীবাস্তব। তিনি বলেন, ‘‘পাঠ্যক্রম তৈরি হয়ে গিয়েছে। ১৬ রকমের মূল্যবোধ সেখানো হবে পড়ুয়াদের। মূলত পরিবার পরিকল্পনা, গর্ভাবস্থায় কী ধরনের পুষ্টিকর খাবার খাওয়া উচিত, এই সবই শেখানো হবে। থাকবে ওয়ার্কশপের ব্যবস্থাও।’’

Advertisement

আরও পড়ুন: ট্রাম্পের সফরের আগেই বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের দু’টি অস্থায়ী তোড়ন​

আরও পড়ুন: পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে অস্বস্তির মুখে শত্রুঘ্ন সিন্‌হা

এই নয়া কোর্সের সিদ্ধান্তকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন রাজ্যের স্ত্রী রোগ বিশেষজ্ঞরা। মধু গুপ্ত নামের এক চিকিৎসক বলেন, ‘‘আমাদের দেশের সংস্কৃতি এবং মূল্যবোধ অত্যন্ত সমৃদ্ধ। স্বাভাবিক অবস্থায় এবং গর্ভাবস্থায় একজন মহিলা কী চিন্তা-ভাবনা করছেন, সন্তানের উপরও তার সরাসরি প্রভাব পড়ে। তাই গর্ভাবস্থায় মহিলাদের জীবনযাপন, খাওয়া-দাওয়া এবং মানসিক সুস্থতার দিকে নজর রাখা প্রয়োজন। এই কোর্স চালু হলে নারী এবং শিশু কল্যাণমূলক প্রকল্পগুলিও উপকৃত হবে।’’

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। সঞ্জীব নামের এক পড়ুয়া সংবাদমাধ্যমে বলেন, ‘‘অত্যন্ত সংবেদনশীল বিষয় এটি। আগে‌ থাকতে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হলে, পরবর্তী কালে সন্তানধারণের সময় তা কাজে লাগবে। দেশের ভবিষ্যতের পক্ষেও এই কোর্স অত্যন্ত প্রয়োজনীয়।’’

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement