Advertisement
১৩ ডিসেম্বর ২০২৪
UPSC Prelims 2020

ইউপিএসসি পরীক্ষা নির্দিষ্ট দিনেই, দিন বদলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

করোনা এবং বন্যার কথা মাথায় রেখে ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছনোর আবেদন করেছিলেন এক দল পরীক্ষার্থী।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৭
Share: Save:

করোনা সংক্রমণের কারণে স্থগিত করা যাবে না ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-র প্রিলিমিনারি পরীক্ষা। ২০ জন পরীক্ষার্থীর আবেদন খারিজ করে বুধবার এ কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে এ বার যাঁরা শেষ বারের মতো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁদের স্বার্থ বিবেচানা করে দেখার জন্য কেন্দ্রকে বলেছে সুপ্রিম কোর্ট।

করোনা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন অংশে বন্যার কথা মাথায় রেখে ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা দুই থেকে তিন মাস পিছনোর আবেদন করেছিলেন এক দল পরীক্ষার্থী। এ দিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি এএম খানউইলকর, বিআর গাওয়াই এবং কৃষ্ণা মুরারির বেঞ্চে। ওই আবেদনের বিরোধিতা করে ইউপিএসসি। তাদের বক্তব্য ছিল, পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্র এবং উপ কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে করোনা সংক্রমণ রুখতে শারীরিক দূরত্ব বজায় রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

এর পরই শীর্ষ আদালতের বেঞ্চ পরীক্ষার্থীদের ওই আবেদন খারিজ করে দেয়। বিচারপতিরা বলেন, প্রতি বছরই পরিবেশগত কোনও না কোনও ইস্যু থাকে। তাঁদের মতে, এটা সাধারণ ছাড়ত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার মতো বিষয় নয়। ইউপিএসসি পরীক্ষার্থীদের ‘খোলস’ এবং ‘নিরাপদ বৃত্ত’ থেকে বেরিয়ে এসে পরীক্ষা দেওয়ার কথাও বলেছেন বিচারপতিরা। তাঁদের মতে এ ভাবে পরীক্ষা পিছোলে ‘ঢেউ’ আসতে থাকবে।

আরও পড়ুন: রাজ্যে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ, বাড়ল সংক্রমণের হারও

আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংস মামলায় আডবাণী-জোশীরা সবাই বেকসুর

এ দিন ২০২০ এবং ২০২১ সালের পরীক্ষা এক সঙ্গে নেওয়ার আবেদনেও কান দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী ৪ অক্টোবর ইউপিএসসি-র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা।

অন্য বিষয়গুলি:

UPSC Prelims 2020 Education Supreme Court Preliminary Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy