রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে কার্যত হুঁশিয়ারিই দিলেন আমেরিকার রিপাবলিক পার্টির নেত্রী নিকি হ্যালি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের শুল্ক-বিবাদ মিটিয়ে ফেলার কথাও বলেছেন তিনি। নিকির মতে, ‘দশকের পর দশক ধরে চলে আসা বন্ধুত্ব’ হবে এমন একটি ভিত্তি, যা ‘অস্থিরতাকে পেরিয়ে এগিয়ে যেতে’ সাহায্য করবে।
রাশিয়ার থেকে তেল না-কিনতে লাগাতার ভারতের উপরে চাপ দিচ্ছে আমেরিকা। এ জন্য ভারতীয় পণ্যের উপরে অতিরিক্ত শুল্কও চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে ভারত-আমেরিকা টানাপড়েন অব্যাহত। এই প্রেক্ষিতে ভারতকে কার্যত হুমকির সুরেই নিকি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সরকারে ভারতকে বিবেচনা করতে হবে। এ ব্যাপারে হোয়াইট হাউসের সঙ্গে সমাধান খুঁজতে হবে। এটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, ততই ভাল। বিশ্বের দু’টি বৃহত্তর গণতন্ত্র দীর্ঘদিনের বন্ধুত্ব ও সদিচ্ছাকে ভিত্তি করে বর্তমানের এই অস্থিরতাকে অতিক্রম করবে। বাণিজ্য ক্ষেত্রে মতবিরোধ এবং রাশিয়া থেকে তেল আমদানির মতো জটিল বিষয়গুলি নিরসনে নিবিড়আলোচনার প্রয়োজন’।
ভারতকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ‘চিন-জুজু’র কথাও মনে করিয়ে দিয়েছেন নিকি। তিনি বলেছেন, ‘‘চলমান পরিস্থিতিতে আমাদের যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে চোখ সরে না-যায়। চিনের মোকাবিলা করতে ভারতকে বন্ধু হিসেবে প্রয়োজন আমেরিকার।’’
কিছু দিন আগে একটি সংবাদপত্রের উত্তর সম্পাদকীয়তে নিকি হ্যালি লিখেছিলেন, ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্ক ভাঙনের দ্বারপ্রান্তে। আমেরিকা যদি চিনের ক্রমবর্ধমান প্রভাবকে রুখতে চায়, তা হলে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত অতি জরুরি। তাঁর মতে, ভারতকে কখনওই চিনের মতো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা উচিত নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)