পারিবারিক অশান্তির জেরেই এই চরম পদক্ষেপ সুইসাইড নোটে লেখা ছিল বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এক শীর্ষকর্তা। প্রতীকী ছবি।
সাংসারিক অশান্তির জেরে অতিষ্ঠ হয়ে সার্ভিস রাইফেলের গুলি চালিয়ে নিজেকে শেষ করলেন উত্তরপ্রদেশের বলরামপুরের এক কনস্টেবল। তাঁর দেহের পাশে পড়়ে থাকা সুইসাইড নোটে এমনই লেখা ছিল বলে রবিবার জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এক শীর্ষকর্তা। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বলরামপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন ২০২০ সালের ব্যাচের কনস্টেবল বিবেক বর্মা (২৩)। আদতে লখিমপুর খেরির বাসিন্দা হলেও কর্মসূত্রে বলরামপুরের দেহাত থানা এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করতেন।
শনিবার ডিউটিতে বিবেককে দেখতে না পেয়ে তাঁর ভাড়াবাড়িতে এক পুলিশকর্মীকে পাঠানো হয়েছিল। তিনি জানিয়েছেন, বিবেকের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। ডাকাডাকি করে সা়ড়া পাননি তিনি। খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে ওই দরজা ভেঙে বিবেকের রক্তাক্ত দেহ উদ্ধার করেন।
বলরামপুরের পুলিশ সুপার কেশব কুমার জানিয়েছেন, বিবেকের সার্ভিস রাইফেল এবং একটি সুইসাইড নোট তাঁর দেহের পাশে পড়েছিল। নিজের মৃত্যুর জন্য পারিবারিক অশান্তিই দায়ী বলে ওই নোটে লেখা ছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy