সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে বিক্ষোভে, ভিড় লক্ষ্য করে উত্তরপ্রদেশ পুলিশের গুলি চালানোর ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছিল দেশ জুড়ে। এ বার বিক্ষোভকারীদের ভিড় থেকে গুলি চালানো হয়েছে বলে দাবি করে পাল্টা ছবি প্রকাশ করল যোগী-রাজ্যের পুলিশ। ওই ছবি মেরঠের বিক্ষোভের বলে দাবি করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, গত ১৯ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ এমন আকার ধারণ করেছিল যে, তাঁরা গুলি চালাতে বাধ্য হন। উত্তরপ্রদেশ পুলিশ যে ছবি প্রকাশ করেছে, তাতে ভিড়ের মধ্যেই আগ্নেয়াস্ত্র হাতে কয়েক জনকে দেখা গিয়েছে। নীল পোশাক পরা এক ব্যক্তিকে কালো কাপড়ে মুখ ঢেকে হাতে বন্দুক উঁচিয়ে এগিয়ে যেতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, কালো জ্যাকেট পরা এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে রয়েছেন। পুলিশের দাবি, ওই ছবি গত শুক্রবারের।
বিক্ষোভকারীদের ‘হিংসাত্মক’ কার্যকলাপের কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা বলেন, ‘‘২১টি জেলা জুড়ে বিক্ষোভের জেরে ২৮৮ জন পুলিশকর্মী জখম হয়েছেন। এর মধ্যে ৬২ জন পুলিশকর্মী গুলিতে জখম হয়েছেন।’’ বিক্ষোভস্থল থেকে পুলিশ প্রায় পাঁচশো বুলেটের খোল উদ্ধার করেছে বলেও দাবি করেছেন তিনি।