Advertisement
২১ জুলাই ২০২৪
national news

Vaishno Devi Yatra: প্রবল বৃষ্টির জেরে বৈষ্ণোদেবী যাত্রা সাময়িক বন্ধ

ভারী বৃষ্টির জেরে শুক্রবার সন্ধ্যার পর বৈষ্ণোদেবী যাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বৃষ্টির জেরে সাময়িক বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা।

বৃষ্টির জেরে সাময়িক বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা। ছবি টুইটার।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১০:৫২
Share: Save:

প্রবল বৃষ্টির জেরে জম্মুতে বৈষ্ণোদেবী যাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখা হল। শুক্রবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই এই তীর্থযাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

সংবাদ সংস্থাকে ‘শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের’ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অংশুল গর্গ জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

জানা গিয়েছে, কাটরা এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। ওই এলাকাতেই বৈষ্ণোদেবী যাত্রার জন্য অস্থায়ী শিবির (বেস ক্যাম্প) রয়েছে। টানা কয়েক ঘণ্টার বৃষ্টির পরই শনিবার ভোর ৫টা পর্যন্ত তীর্থযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুষলধারে বৃষ্টির সময় মন্দিরে কয়েকশো তীর্থযাত্রী ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপর্যয় বাহিনী ও স্বাস্থ্য দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

national news Jammu Vaishno Devi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE