অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করতে পারে আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড়। তার পর ঝড়টি উত্তর-উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে। শনিবার এমনটাই জানিয়েছে মৌসম ভবন।
আরও পড়ুন:
এই প্রতিবেদন লেখার সময় গোয়া থেকে ৬৯০ কিমি দূরে অবস্থান করছে ঝড়। মুম্বই থেকে ঝড়টির দূরত্ব ৬৪০ কিমি। পোরবন্দর থেকেও একই দূরত্বে অবস্থান করছে ‘বিপর্যয়’। মৌসম ভবন জানিয়েছে, ঝড়ের প্রভাবে কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। শনি, রবি এবং সোমবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি।
VSCS “Biparjoy” over eastcentral Arabian Sea, lay centered at 0530hrs IST of 10th June, near lat 16.5N & long 67.4E, likely to intensify further & move north-northeastwards during next 24 hours. More details: https://t.co/EGetkpfIzS pic.twitter.com/bvcsB3dME4
— India Meteorological Department (@Indiametdept) June 10, 2023
আরও পড়ুন:
গুজরাট, কেরল, কর্নাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটে তিতহাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। আরব সাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে বাংলাদেশ। ঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। তবে ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিদরা।