Advertisement
E-Paper

রাজ্যপালের নামে কুৎসা! গ্রেফতার নক্কীরণ গোপাল

রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের নামে কুতসা রটানোর অভিযোগে গ্রেফতার করা হল তামিল সাংবাদিক নক্কীরণ গোপালকে।  একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের নামে সোজা আঙুল তুলে নিজের ম্যাগাজিনে লেখেন নক্কীরণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৫:২৩
নক্কীরণ গোপাল।

নক্কীরণ গোপাল।

রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের নামে কুতসা রটানোর অভিযোগে গ্রেফতার করা হল তামিল সাংবাদিক নক্কীরণ গোপালকে। একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের নামে সোজা আঙুল তুলে নিজের ম্যাগাজিনে লেখেন নক্কীরণ। আর সেই অভিযোগের ভিত্তিতেইচেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাংবাদিক তাঁকে। চন্দন দস্যু বীরাপ্পনের খবর প্রকাশ করে একসময় জনপ্রিয় হয়েছিলেন নক্কীরণ গোপাল।

এক শীর্ষ পুলিশকর্তার কথায়, ‘‘পুণেতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন নক্কীরণ গোপাল। সেই সময়েই তাঁকে গ্রেফতার করা হয়।’’নক্কীরণের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পুলিশ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন।

ওই শীর্ষ পুলিশকর্তার কথায়, ‘‘আদ্যার পুলিশের ডেপুটি কমিশনার গ্রেফতার করেছেন নক্কীরণকে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা পরে জানাব।’’

আরও পড়ুন: ব্রহ্মসের তথ্য পাচার আইএসআই-কে! গ্রেফতার প্রতিরক্ষা

রাজভবন থেকে করা অভিযোগ সম্পর্কে মুখ খুলতে নারাজ পুলিশ। যদিও ওই শীর্ষ পুলিশকর্তার কথায়, ‘‘আমাদের কাছে খবর ছিল, সম্প্রতি ঘটে যাওয়া এক বিশ্ববিদ্যালয়ের একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত এবং তাঁর অফিসের লোকজনের ইচ্ছাকৃত ভাবে নাম জড়িয়ে প্রতিবেদনটি লেখা হয়েছে। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে ওই সাংবাদিককে।’’ আর ওই যৌন কেলেঙ্কারির ঘটনাটি ঘটে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার আরুপ্পুকোট্টাই শহরের দেবাঙ্গ আর্ট কলেজে।

গত এপ্রিলেই একটি অডিও ক্লিপ নিয়ে হৈ হৈ পড়ে যায় শিক্ষা মহলে। ওই কলেজের সহকারী এক প্রফেসরের সঙ্গে ছাত্রীদের কথোপকথনের সেই অডিও ক্লিপ রীতিমতো ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সেই অডিও ক্লিপে ওই আর্ট কলেজের সহকারী অধ্যাপিকা যৌন সম্পর্কের বিনিময়ে ছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। নম্বর বাড়ার সঙ্গে সঙ্গেই টাকাও পেতে পারেন ছাত্রীরা, যদি তাঁরা কলেজের কর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে সম্মতি দেন— এমন কথাও শোনা গিয়েছে ওই অধ্যাপিকার গলায়। সেই অধ্যাপিকার নাম নির্মলা দেবী। পরবর্তীকালে নির্মলা দেবীকে গ্রেফতারও করেছিল পুলিশ।

আরও পড়ুন: স্ত্রীকে আগে ১ কোটি টাকা দিন, তারপর ডিভোর্স, নির্দেশ কোর্টের

রাজ্যপাল পুরোহিতের নামে এমন অভিযোগ উঠতেই তাঁর পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলগুলি। সংবাদমাধ্যমের কাছে রাজ্যপাল পুরোহিত বলেছেন, ‘‘প্রথমত, ওই মহিলাকে আমি চিনিই না।কখনও ওই মহিলার সঙ্গে দেখা হয়েছে, এমনটাও মনে পড়ে না। বহু মানুষই আমার সঙ্গে রোজ দেখা করতে আসেন। কিন্তু তাঁদের সকলকেই আমার অনুমতি নিয়েই আমার সঙ্গে দেখা করতে হয়।’’

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

Nakkeeran Gopal Arrested Banwarilal Purohit Tamil Nadu Governor নক্কীরণ গোপাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy