Advertisement
০৬ মে ২০২৪

আরও প্রবীণকে সরাবেন রাহুল

কংগ্রেস শিবিরের খবর, হরিয়ানায় দায়িত্ব থেকে সরানো হতে পারে কমল নাথকে। মোহন প্রকাশকে সরানো হতে পারে মহারাষ্ট্রের দায়িত্ব থেকে।

রাহুল গাঁধী।

রাহুল গাঁধী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০৩:১৬
Share: Save:

রাহুল গাঁধীর নির্দেশে নিজের অপসারণের বিজ্ঞপ্তিতে নিজেই সই করে বিদায় নিতে হয়েছে জনার্দন দ্বিবেদীকে। দেড় দশকেরও বেশি সময় ধরে যিনি কংগ্রেসের সংগঠনের দায়িত্ব সামলেছেন সনিয়া গাঁধীর সঙ্গে। কংগ্রেস বলছে, নবীনদের জায়গা দিতে চলতি মাসেই আরও প্রবীণেরও দায়িত্ব ছাঁটা নিশ্চিত।

কংগ্রেস সূত্রের মতে, এ মাসের মাঝামাঝি নতুন ওয়ার্কিং কমিটি গঠন করতে চলেছেন রাহুল। আর সেখানে অনেক প্রবীণের বিদায় নিশ্চিত। তবে যোগ্যতা অনুসারে প্রবীণদেরও অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন রাহুল। গুজরাতের সাফল্যের পর অশোক গহলৌতকে সংগঠনের দায়িত্ব দিয়ে রাহুল এ কথাটা বুঝিয়ে দিয়েছেন।

কংগ্রেস শিবিরের খবর, হরিয়ানায় দায়িত্ব থেকে সরানো হতে পারে কমল নাথকে। মোহন প্রকাশকে সরানো হতে পারে মহারাষ্ট্রের দায়িত্ব থেকে। উত্তর-পূর্ব-সহ একাধিক রাজ্যে ব্যর্থতার পরে ডানা ছাঁটা হতে পারে সি পি জোশীরও। দিল্লির দায়িত্ব থেকে সরানো হতে পারে পি সি চাকোকে। সাধারণ সম্পাদক পদে না-ও থাকতে পারেন সুশীলকুমার শিন্দে, অম্বিকা সোনিরা।

গত কয়েক দিনে রাজ্যে রাজ্যে যাঁদের নতুন দায়িত্ব দিয়েছেন রাহুল, তাঁরা অধিকাংশই বয়সে নবীন। যেমন গুজরাতের নতুন রাজ্য সভাপতি অমিত ছাওড়ার বয়স ৩৫-এর কোঠায়। তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ছত্তীসগঢ়ের দায়িত্ব পাওয়া চন্দন যাদব পড়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে। মহারাষ্ট্রের যশোমতী ঠাকুরকে ভোটমুখী কর্নাটকে পাঠিয়েছেন। তিনি আইনজীবী। গুজরাতের দায়িত্বপ্রাপ্ত রাজীব সাটভের বয়সও ৪৫-এর নীচে।

কিছু দিন আগেই সনিয়া গাঁধী জানিয়েছিলেন, রাহুল মনে করেন কংগ্রেসে নবীনদের দায়িত্ব দিলেই দলের সাফল্য আসবে। কংগ্রেসের এক নেতা বলেন, ‘‘এখন যাঁরা প্রবীণ, তাঁদের সিংহভাগকেই যুব বয়সে দলে এনেছিলেন রাজীব গাঁধী। সনিয়া সভানেত্রী থাকার সময়ও তাঁদের নিয়েই চলেছেন। কিন্তু দল এখন ঘুরে দাঁড়াতে চাইছে। ফলে যুবকদের উদ্দীপনাকেই বেশি করে কাজে লাগাতে চান কংগ্রেস সভাপতি।’’

তবে কংগ্রেসের প্রবীণদের আশা, যাঁরা এখন বাদ পড়ছেন, তাঁরা ঠাঁই পাবেন ওয়ার্কিং কমিটিতে। কিংবা রাহুল অন্য কোনও দায়িত্ব দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE