Advertisement
২৭ এপ্রিল ২০২৪

হায়দরাবাদে ঘেরাও উপাচার্য

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার পর কেটে গিয়েছে দু’মাস। তাঁর মৃত্যুর জেরে এখনও চলছে বিক্ষোভ। মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর।

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০৩:২৫
Share: Save:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার পর কেটে গিয়েছে দু’মাস। তাঁর মৃত্যুর জেরে এখনও চলছে বিক্ষোভ। মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। সূত্রের খবর, রোহিতের মৃত্যুর পরেই ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে ছুটিতে চলে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপ্পা রাও। কয়েক সপ্তাহ ছুটি কাটিয়ে এ দিনই ফের কাজে যোগ দিন তিনি। আপ্পা রাও ফিরে আসতেই তাঁর উপর চড়াও হন এক দল বিক্ষোভকারী ছাত্রছাত্রী। ভাঙচুর করা হয় উপাচার্যের অফিস। নিজের অফিসেই তাঁকে বহু ক্ষণ আটকে রাখা হয়। শুধু তা-ই নয়, সাংবাদিকদের উপরেও চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে অন্তত ১০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়। এ দিন পড়ুয়ারা প্রশ্ন তোলেন, এত কিছুর পরেও কেন উপাচার্যকে তাঁর পদ থেকে সরানা হল না। শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধেও সরব ছিলেন বিক্ষোভকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gherao Hyderabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE