Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Viral video

Viral: সাজ আগলে ফুচকার স্বাদ! নববধূর ভিডিয়োয় মাতলেন নেটাগরিকরা

ঘটনাচক্রে ওই নববধূও এক জন বাঙালি। দিল্লির বাসিন্দা।

এই ভিডিয়োই ভাইরাল নেটদুনিয়ায়। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

এই ভিডিয়োই ভাইরাল নেটদুনিয়ায়। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০০:১৩
Share: Save:

ফুচকার লোভ সামলানো বড়ই কঠিন। এটি ভালবাসেন না এমন লোক হয়তো কমই মিলবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। বাঙালির কাছে ফুচকার একটা আদালাই কদর।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক নববধূ ফুচকা খাচ্ছেন। বিয়ের সাজপোশাকেই তিনি টপ করে মুখে ফুচকা পুরে নিলেন। তবে ফুচকা খেতে গিয়ে তাঁকে একটু বেগ পোহাতে হয়েছে বই কি। তাতে কী, ফুচকা খাওয়া কোনও ভাবেই মিস করলে চলে না যে

ঘটনাচক্রে ওই নববধূও এক জন বাঙালি। দিল্লির বাসিন্দা। সাজও নষ্ট হবে না, আবার ফুচকাও খাওয়া হবে। তাই তাঁকে দেখা গেল নাকের নথটা বাঁ হাতে তুলে ধরে টপ করে ফুচকাটা মুখে পুরে দিলেন। আর ফুচকা খেতে তাঁকে সাহায্য করলেন তাঁরই কোনও আত্মীয় বা বন্ধু।

এই ভিডিয়ে দেখে নেটাগরিকরাও বলছেন, ‘ফুচকাকে কখনওই না বলা যাবে না।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE