Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিজয় মাল্যের কিংফিশার হাউজ আজ নিলাম করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক

বিজয় মাল্যর কিংফিশার হাউজ আজ নিলাম করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় বিজয় মাল্যর এই বিশাল অফিসের ন্যূনতম মূল্য নির্ধারিত হয়েছে ১৫০ কোটি টাকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ১২:০৮
Share: Save:

বিজয় মাল্যর কিংফিশার হাউজ আজ নিলাম করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মুম্বইয়ের আন্ধেরি এলাকায় বিজয় মাল্যর এই বিশাল অফিসের ন্যূনতম মূল্য নির্ধারিত হয়েছে ১৫০ কোটি টাকা। সকাল থেকে শুরু হওয়া ই-অকশনে ইতিমধ্যেই ১৫ জন কিংফিশার হাউজ কেনার জন্য দর হেঁকেছেন বলে জানা গিয়েছে।

২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ালাইন্সের জন্য ১৭টি ব্যাঙ্কের কাছ থেকে মোট ৬০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন বিজয় মাল্য। সেই টাকা বহু চেষ্টাতেও ব্যাঙ্কগুলি এখনও উদ্ধার করতে পারেনি। বিজয় মাল্যের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কেন্দ্রীয় সরকার আদালতে জানায়, মাল্য আগেই দেশ ছেড়ে ব্রিটেনে চলে গিয়েছেন।

আরও পড়ুন:

নারদ কাণ্ডে দুবাই-যোগ এনে প্যাঁচে তৃণমূলই

শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজির হওয়ার কথা মাল্যের। ঋণ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ইডি তাঁকে তলব করেছে। জানানো হয়েছে, কোনও আইনজীবী পাঠানো যাবে না। মাল্যকেই হাজিরা দিতে হবে। যে দিন ইডি-তে হাজিরা দেওয়ার কথা মাল্যর, তার ঠিক আগের দিনই ১৫০ কোটি টাকা মূল্যের কিংফিশার হাউজ নিলামে উঠল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিলামের মাধ্যমে মাল্যকে ঋণ হিসেবে দেওয়া কিছুটা টাকা উদ্ধার করার চেষ্টা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Malya Kingfisher House Auction SBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE