উপকারীকে ধন্যবাদ জানিয়ে গেল, কোনও মানুষ নয়, এ এক মা হাতি। মা হাতিটির বাচ্চা গর্তে পড়ে গিয়েছিল। সেখান থেকে তাকে উঠ আসতে সাহায্য করায় উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল একটি মা হাতিটি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে এই ভিডিয়োটি পোস্ট করেছেন।
প্রবীণের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি গর্তে পড়ে গিয়েছে একটি বাচ্চা হাতি। সেখান থেকে ওঠার চেষ্টা করছে। কিন্তু গর্তটা তার তুলনায় গভীর ছিল, তাই সে উঠতে পারছিল না। পাশে একটি জেসিপি মেশিন দিয়ে গর্তে মাটি ফেলা হয়। গর্তের গভীরতা কমে যাওয়ায় হাতিটি ধীরে ধীরে চেষ্টা করে গর্ত থেকে বেরিয়ে আসে।
এখানেই শেষ নয়, বাচ্চা হাতিটি একটু দূরে দাঁড়িয়ে থাকা তার দলের কাছে পৌঁছে যায়। এরপর দলের একটি বড় হাতি, গর্তের দিকে সেখানে যা উদ্ধাকারী দল ছিল সে দিকে শুঁড় তুলে ধন্যবাদ জানানোর ভঙ্গি করে।