Viral video: A bride and groom dancing to the famous Punjabi song HauliHauli dgtl
অজয় দেবগণের ‘হাউলি হাউলি’-তে নেচে ভাইরাল এই কনে
এ বছর মে মাসে রিলিজ করেছে অজয় দেবগণ, তব্বু, রাকুল প্রিতের ‘দে দে প্যার দে’। তারই একটি গান ‘হাউলি হাউলি’বেশ জনপ্রিয় হয়েছিল। গ্যারি সান্ধু, মেলো-ডি ও নেহা কক্করের গাওয়া এই গান এখন বিয়ে বাড়ির সাউন্ড ট্র্যাকের তালিকায় উপরে দিকে থাকে।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ ১৭:১৭
এই কনের নাচ এখন ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
এই কনের দৌলতে জনপ্রিয় পঞ্জাবি গান ‘হাউলি হাউলি’ এখন আরও বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। নিজের বিয়ের দিন, হবু বরের সঙ্গে তাঁর নাচ এখন ইন্টারনেটে ভাইরাল।
এ বছর মে মাসে রিলিজ করেছে অজয় দেবগণ, তব্বু, রাকুল প্রিতের ‘দে দে প্যার দে’। তারই একটি গান ‘হাউলি হাউলি’বেশ জনপ্রিয় হয়েছিল। গ্যারি সান্ধু, মেলো-ডি ও নেহা কক্করের গাওয়া এই গান এখন বিয়ে বাড়ির সাউন্ড ট্র্যাকের তালিকায় উপরে দিকে থাকে।
সেই হাউলি হাউলিতেই বিয়ে বাড়িতে সবার সঙ্গে এই কনের নাচের ভিডিয়ো শেয়ার হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রতিষ্ঠা অরোরা নামে এক মেকআপ আর্টিস্টের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট হয়েছে ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের বাড়ির অনুষ্ঠানে সবার সঙ্গে নাচছেন বর-কনেও। ব্যাকগ্রাউন্ডে চলছে হাউলি হাউলি।