সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় ভারতীয় শিল্পপতি আনন্দ মহীন্দ্রা। নিজের টুইটার হ্যান্ডল থেকে প্রায়শই শেয়ার করেন বিভিন্ন ঘটনার ভিডিয়ো। সম্প্রতি তিনি এক ব্যক্তির পার্কে দাঁড়িয়ে কবিতা বলার ভিডিয়ো শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ৯০ হাজারেরও বেশি বার।
সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘এই ব্যক্তিকে আমি চিনি না। নিউ ইয়র্ক বা লন্ডনের পার্কে হাঁটতে হাঁটতে এ রকম কবিতা শুনতে পেলে, ভারতের কথা মনে পড়ে যায়।’’
সেই ভিডিয়োতে নিজের পোষ্যের সঙ্গে দেখা যাচ্ছে এক ভারতীয় ব্যক্তিকে। তিনি পোষ্যকে নিয়ে ঘুরতে এসেছেন পার্কে। সেখানে এসে উপস্থিত ব্যক্তিদের শোনাচ্ছেন কবিতা। তাঁর কবিতা শুনে হাততালি দিয়ে ওই ব্যক্তিকে উৎসাহিত করছেন সেখানে উপস্থিত মানুষ। হিন্দিতে বলা সেই কবিতায় উঠে এসেছে জীবন, জীবনের লক্ষ্য ও ভালবাসা সম্পর্কিত উপলব্ধি। শুনুন সেই কবিতা—
Don’t know who this is & why I got the clip but it perked up my start to the week. If you live in New York or London you can do beautiful walks in Central or St James Park but you’d miss this taste of India: the neighbourhood poet, making you smile on #mondaymorning pic.twitter.com/mpMdLZdeah
— anand mahindra (@anandmahindra) February 24, 2020
আরও পড়ুন: করোনার কবল থেকে মেয়েদের বাঁচাতে তাঁবু বানালেন মা, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: মাঝ কোর্ট থেকে জালে একের পর এক বল, দেখুন বাস্কেটবল খেলোয়াড়দের কামাল