Advertisement
১৭ মে ২০২৪

ধর্মকে সন্ত্রাস থেকে বিচ্ছিন্ন করতে হবে, মালয়েশিয়ায় বললেন মোদী

প্যারিস হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য ফের একটি আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব জুড়ে যে ভাবে সন্ত্রাসের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হচ্ছে, তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ১৮:৩৬
Share: Save:

প্যারিস হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য ফের একটি আন্তর্জাতিক মঞ্চকে বেছে নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব জুড়ে যে ভাবে সন্ত্রাসের সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হচ্ছে, তার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

কুয়ালালামপুরে ‘আসিয়ান’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘ধর্মকে সন্ত্রাস থেকে বিচ্ছিন্ন করতে হবে। সন্ত্রাসবাদ এখন গোটা বিশ্বে সবচেয়ে বড় বিপদ। সেই সন্ত্রাসে ধর্ম জড়িয়ে থাকছে বলেই তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। মনে রাখতে হবে, সন্ত্রাসবাদ কোনও ভৌগলিক সীমারেখা মানে না। সন্ত্রাসবাদ ধর্মকে ব্যবহার করে। কিন্তু সব ধর্মের মানুষই শিকার হন সন্ত্রাসবাদের। আমাদের দু’ ধরনের মানুষের ফারাকটা বুঝতে হবে। এক দল মানুষ, যারা বিশ্ব মানবতার পক্ষে। আর অন্য দলের মানুষ, যরা তার বিপক্ষে।’’

‘আসিয়ান’ জোটের দেশগুলির শীর্ষ সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন কুয়ালালামপুরে অনাবাসী ভারতীয়দের জনসভায়। সেখানেও একই কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pm modi india delhi water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE