ভালবাসা কাকে বলে, এই একুশ শতকে তা বোঝাতে গিয়ে হলিউডের এক মেগাস্টার উইল স্মিথ অনেকের সঙ্গে বেছে নিলেন গত শতাব্দীর মাঝ পর্বের দুই ভারতীয় চরিত্রকে। পণ্ডিত জওহরলাল নেহরু ও মহাত্মা গাঁধী। দু’জনের সম্পর্কের রসায়নকেই তুলে ধরলেন ভালবাসার একটি দৃষ্টান্ত হিসেবে।
তাঁদের বহু রং মিশে থাকা ভালবাসার সাদা, কালো ছবিই স্মিথ ব্যবহার করেছেন তাঁর ভিডিয়োয়। যেন বোঝাতে চেয়েছেন, স্বাভাবিক, স্বতঃপ্রণোদিত ভালবাসায় আলাদা ভাবে রং লাগানোর দরকার পড়ে না। রক্তের মতোই তা প্রবহমান। সেই প্রবাহের জন্য কিছু আরোপ করতে হয় না।
তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় ভালবাসার প্রতীক হিসেবে স্মিথ তুলে ধরেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মাদার টেরেসাকেও। ভালবাসাকে যিনি বাস্তবের ভিত্তিভূমিতে দাঁড় করিয়েছিলেন, এই ভারতেই।