একটু দ্বিধাগ্রস্ত ছিলেন বেঙ্গালুরুর জেরজ নিশান্থ কোয়েলহো। তাই শরাপন্ন হয়েছিলেন টুইটার বন্ধুদের। সমস্যাটা ঠিক কী? নিশান্তের বন্ধু উইকএন্ড টুরে বেঙ্গালুরু থেকে মহীশূরে যাবেন ঘুরতে। গাড়ি বুকিংয়ের ভার পড়েছিল নিশান্থের উপর। হাতের কাছে দু’টি অপশন। এক ওলা, দুই উবের। এখানেই একটু দোলাচলে পড়েছিলেন নিশান্ত। কোন ক্যাব ভাল? কোন ক্যাব সস্তা? কোনটা বুক করা উচিত?
আরও পড়ুন: নীল তিমি থেকে রক্ষা গোয়েন্দার শুশ্রূষায়
সমাধান খুঁজতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটা টুইট করেছিলেন নিশান্ত। #হেল্প দিয়ে শুরু করে তিনি লেখেন, ‘‘আমার এক বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু বেঙ্গালুরু থেকে মহীশূর যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁর জন্য কোনটা সস্তা হবে? ওলা, না উবের?’’ নিজের সেই টুইটটিতে ওলা এবং উবেরকে ট্যাগও করেছিলেন জেরজ।
দেখুন সেই টুইট _ ?
#Help My friends with hearing loss are planning a trip from Bangalore to Mysore.
— Jeroz (@JerozNishanth) August 23, 2017
Which one is cheaper @Olacabs or @Uber_India ? #PlzRT
দেখুন সেই টুইট
বদলে মিলল সম্পূর্ণ বিনামূল্যের ওলা পরিষেবা। জেরজের টুইটের কিছু ক্ষণের মধ্যেই সেই টুইটের উত্তর আসে ওলার তরফে। অফার দেওয়া হয় বিনামূল্যের একটি পরিষেবার।
ওলার এমন অফারে অবাক হয়ে যান নিশান্ত। তিনি জানান, তাঁর বন্ধুরা সংখ্যায় মোট ৬ জন এবং তাঁরা মহীশূরে তিন দিন থাকার পরিকল্পনা করেছেন। এরপর ওলার পক্ষ থেকে জানান হয়, পুরো তিন দিনের পরিষেবাই বিনামূল্যে দিতে প্রস্তুত তারা। এরপরেই একটি আউটস্টেশন ওলা ক্যাব বুক করে বুকিং আইডিটি ওলাকে টুইট করেন জেরজ। সত্যিই রাইডটি ফ্রি করে দেওয়া হয়।
আরও পড়ুন: এ বার হোয়াটসঅ্যাপও জানিয়ে দেবে অ্যাকাউন্ট ফেক কিনা
টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ) 🇮🇳
এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।
My friends wanted to thank @Olacabs.
— Jeroz (@JerozNishanth) August 28, 2017
Here is their msg along with driver's experience.
Thanks OLA.
You made all of us smile ☺️ pic.twitter.com/u1RUyynglb
টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ) 🇮🇳
এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।
টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ) 🇮🇳
এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।
টুইট করে ওলাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জেরজ ও তাঁর বন্ধু। ' ☺️ এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও। !! ' !! 🏏 ) 🇮🇳
এই ঘটনার পরেই শুভেচ্ছার বন্যা ওলার টুইটার হ্যান্ডেলেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy