ওই ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে— ‘আমি মুসেওয়ালাকে বলেছিলাম, তুমি কিন্তু ভাল কাজ করলে না। কিন্তু ও আমাকে পাল্টা বলেছিল, আমি কাউকে পরোয়া করি না। শুধু তাই-ই নয়, বলেছিল যে, ও বন্দুকে গুলি ভরে রেখেছে। আমাকে চ্যালেঞ্জ ছুড়েছিল। আমরা আমাদের ভাইয়ের হত্যার বদলা নিতে পেরেছি। তবে এটা সবে শুরু। ভাইয়ের হত্যার যারা যারা জড়িত, তাদেরও সতর্ক করছি।’ যদিও এই পোস্ট লরেন্সের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।