Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

প্রণবের পরে কে? রাষ্ট্রপতি ভোট ১৭ জুলাই

বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া তার আগে অর্থাৎ ২০ জুলাইতেই শেষ করে ফেলছে নির্বাচন কমিশন।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৮:০৪
Share: Save:

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদি নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী ২৮ জুন পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে বলে্ তিনি জানিয়েছেন। যদি একের বেশি প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে দেশের শীর্ষ সাংবিধানিক পদটির জন্য ভোটাভুটি অবধারিত হয়ে পড়বে। সে ক্ষেত্রে ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে, ঘোষণা জৈদির। ভোট গণনা হবে ২০ জুলাই।

আরও পড়ুন: দলীয় অফিসেই আক্রান্ত ইয়েচুরি, আঙুল আরএসএস-এর দিকে

বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া তার আগে অর্থাৎ ২০ জুলাইতেই শেষ করে ফেলছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার এ দিন জানিয়েছেন, ১৪ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

এ বারের রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধী দলগুলি সে নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছে। সরকার পক্ষ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করার পরেই বিরোধীরা নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে বিরোধী দলগুলি স্থির করেছে। শাসক শিবিরের প্রার্থীকে নিয়ে কোনও আপত্তি না থাকলে বিরোধীরা এই নির্বাচনে প্রার্থী দেবেন না। কিন্তু শাসকের প্রার্থী যদি পছন্দসই না হয়, তা হলে বিরোধী দলগুলিও যৌথ ভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে। যদি শেষ পর্যন্ত সর্বসম্মত প্রার্থী খুঁজে পাওয়া যায়, তা হলে মনোনয়ন পত্র জমার শেষ তারিখেই স্পষ্ট হয়ে যাবে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। তা যদি না হয়, তা হলে ১৭ জুলাই ভোটাভুটি হবে। ২০ তারিখ ভোট গণনা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE