জাতীয় পরিবেশ আদালতের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটার কথা ঘোষণা করলেন স্বঘোষিত ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্কর। সাফ জানালেন, ‘‘প্রয়োজনে জেলে যাব। কিন্তু এক পয়সাও ক্ষতিপূরণ দেব না।’’
আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতির জন্য যমুনার চরে নির্মাণ কাজের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে শ্রী শ্রী রবিশঙ্করের সংস্থা ‘আর্ট অব লিভিং’-কে। গতকাল এই নির্দেশের পরেই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবকে ছাড়পত্র দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত।
শুরু থেকেই অনুষ্ঠানটি ঘিরে প্রচারের খামতি ছিল না। গোটা দিল্লির রাস্তায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে বিশাল বিশাল হোর্ডিং। দিল্লিগামী সব ট্রেনেই উপচে পড়া ভিড়। সকলেই যাচ্ছেন রবিশঙ্করের অনুষ্ঠানে যোগ দিতে। ১১ মার্চ, শুক্রবার থেকে নয়াদিল্লিতে শুরু হওয়ার কথা ওই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। চলার কথা তিন দিন ধরে।