পারিবারিক বিবাদের জেরে পার্কে স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর এলাকায়।
আরও পড়ুন:
মারধরের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, পার্কে এক ব্যক্তিকে মারধর করছেন এক মহিলা। ব্যক্তির জামা ছিঁড়ে দিয়েছেন তিনি। তাঁদের এই কলহ দেখে আশপাশে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শুক্রবার একটি পার্কে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওই ব্যক্তি জিআরপির কনস্টেবল ছিলেন। অতীতে তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ পুলিশ। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিশ। তবে ঠিক কী নিয়ে দু’জনে মধ্যে গোলমাল বাধে, তা জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।