Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National

পাঁচ বছরের ছেলেকে নিয়ে আইএস-এ যোগ দেওয়ার পথে দিল্লিতে ধৃত যুবতী!

সন্ত্রাসবাদ বিরোধী নজরদারিতে বড় সাফল্য দিল্লি পুলিশের। রবিবার দিল্লির বিমানবন্দর থেকে আফগানিস্তান যাওয়ার পথে ২৮ বছরের যে যুবতী আটকেছে দিল্লি পুলিশ, সে আইএস-এ যোগ দিতে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ২০:৫১
Share: Save:

সন্ত্রাসবাদ বিরোধী নজরদারিতে বড় সাফল্য দিল্লি পুলিশের। রবিবার দিল্লির বিমানবন্দর থেকে আফগানিস্তান যাওয়ার পথে ২৮ বছরের যে যুবতী আটকেছে দিল্লি পুলিশ, সে আইএস-এ যোগ দিতে যাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছে। নিজের পাঁচ বছরের সন্তানকেও সঙ্গে নিয়ে যাচ্ছিল ওই যুবতী।

ধৃত যুবতীর নাম ইয়াসমিন মহম্মদ। বাড়ি বিহারের পটনায়। সে বিবাহবিচ্ছিন্না। পাঁচ বছর বয়সী ছেলে ইয়াসমিনের সঙ্গেই থাকত। রবিবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাবুল যাওয়ার ফ্লাইট ধরতে যাচ্ছিল সে। প্লেনে ওঠার আগেই পুলিশ তাকে আটকায়। প্রথমে ইয়াসমিন পুলিশকে জানিয়েছিল, প্রকৃত ইসলামি জীবন যাপনের লক্ষ্যে সে আফগানিস্তান যাচ্ছে। কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, কেরলের যে ২১ জন যুবক কলকাতা মাসখানেক ধরে নিখোঁজ, ইয়াসমিন তাদের সঙ্গে যোগ দিয়েই আইএস-এ সামিল হওয়ার চেষ্টায় ছিল বলে পুলিশ সূত্রের খবর। কেরলের ওই যুবকরা আইএস-এ যোগদানের চেষ্টায় রয়েছে বলেই পুলিশ মনে করছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, ফের অশান্ত কাশ্মীর

দিল্লি পুলিশ ইয়াসমিনকে কেরল পুলিশের হাতে তুলে দিয়েছে। কেরলের একটি আদালত ইতিমধ্যেই তাকে জেল হেফাজতে পাঠিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorism IS Woman Nabbed Delhi Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE