Advertisement
E-Paper

প্রতারক স্বামীকে ফেরাতে সুষমার দ্বারস্থ

বিয়ের পর থেকেই স্বামী নিউজিল্যান্ডে। দিন কয়েকের জন্য ভারতে এসে আবার বিদেশে পাড়ি। ইতিমধ্যে বদলে গিয়েছে শ্বশুরবাড়ির রকম-সকমও। পুত্রবধূকে বলা হয়েছে, বাপের বাড়ি ফিরে যেতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০৪:০৫
ছবি: টুইটার

ছবি: টুইটার

বিয়ের পর থেকেই স্বামী নিউজিল্যান্ডে। দিন কয়েকের জন্য ভারতে এসে আবার বিদেশে পাড়ি। ইতিমধ্যে বদলে গিয়েছে শ্বশুরবাড়ির রকম-সকমও। পুত্রবধূকে বলা হয়েছে, বাপের বাড়ি ফিরে যেতে। উপায় না দেখে প্রবাসী স্বামীকে দেশে ফেরানোর জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্বারস্থ হয়েছেন কপূরথালার চন্দদীপ কৌর। বিয়ের নামে আর কোনও প্রবাসী ভারতীয় যাতে মেয়েদের ঠকাতে না পারে তার জন্য দৃষ্টান্ত কায়েম করতে চান চন্দ।

জলন্ধরের রমনদীপ সিংহের সঙ্গে ২০১৫-র জুলাই মাসে বিয়ে হয় চন্দের। অকল্যান্ডে অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন রমনদীপ। বিয়ের পরে পরেই নিউজিল্যান্ড চলে যান রমনদীপ। এ দিকে চন্দ থেকে গিয়েছিলেন শ্বশুরবাড়িতেই। ডিসেম্বরে দিন কয়েকের জন্য ফেরেন তাঁর স্বামী। তার পর থেকে নিউজিল্যান্ডেই। চন্দের দাবি, শ্বশুরবাড়ির লোকজন বলে, তারা রমনদীপকে ত্যাজ্যপুত্র করেছেন। তাই তাকে বাপের বাড়ি ফিরে যেতে বলা হয়। বারবার ফোন করেও স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি তিনি। এমনকী শ্বশুরবাড়ি সম্পর্ক রাখবে না বলে তাঁর ফোননম্বর ব্লকও করে দেয় বলে দাবি করেন চন্দ।

আরও পড়ুন: জোট নিয়ে কথা সনিয়া-মমতার

অগত্যা ২০১৬-র অগস্টে স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান চন্দ। এই বছরের ফেব্রুয়ারি মাসে রমনদীপকে ঘোষিত অপরাধী বলে দাবি করেছে পঞ্জাব পুলিশ। তাকে ধরার জন্য আদালত নির্দেশও জারি করেছে। রমনদীপের পাসপোর্ট বাতিলের দাবিও জানিয়েছেন চন্দ।

সম্প্রতি বিদেশমন্ত্রক থেকে চন্দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চাওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। রমনদীপ দেশে ফিরলেই তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানাবেন তিনি। জীবনটাকে নতুন করে শুরু করবেন বলেই এই লড়াইয়ে
নেমেছেন চন্দ।

New Zealand Chand Deep Kaur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy