Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভাইয়ের পাপের শাস্তি পেলাম, বলেছিল ইয়াকুব

বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও মৃত্যুর আগে ইয়াকুব স্বীকার করেছিল মুম্বই হামলায় জড়িত ছিল তার ভাই। বলেছিল, “ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে আমাকে।”

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৫:৩৬
Share: Save:

বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও মৃত্যুর আগে ইয়াকুব স্বীকার করেছিল মুম্বই হামলায় জড়িত ছিল তার ভাই। বলেছিল, “ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে আমাকে।” বারবার নিজেকে নির্দোষ বলেও দাবি করেছিল সে। শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে এমন কথাই জানালেন তার আইনজীবী অনিল গেদাম।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সে বিশ্বাস করতে চায়নি তার ফাঁসি হতে চলেছে। আশা করেছিল, রাষ্ট্রপতির কাছে দেওয়া তার প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর হবে। জেলকর্মীদের কাছে বারবার দাবি করছিল, সে নির্দোষ। ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মুম্বই হামলায় অন্যতম দোষী ইয়াকুব মেমনের।

শুক্রবার বিকেলে জেলবন্দি ইয়াকুবের সঙ্গে দেখা করতে যান তার আইনজীবী অনিল গেদাম। তিনি জানান, ইয়াকুব বারবারই বলছিল, ভাইয়ের পাপের শাস্তি পেতে হচ্ছে আমাকে। ইয়াকুব বলেছিল, “ম্যায় বেগুনাহ্ হুঁ। আমার সঙ্গে ন্যায় বিচার হল না।।” জেল সূত্রে খবর, ফাঁসির আগে নিয়ম অনুয়ায়ী মৌলবি এসে তাকে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে বললে সেখানেও ইয়াকুব নিজেকে নির্দোষ বলেই দাবি করে।

বুধবার রাত দু’টো নাগাদ ঘুমোতে যায় ইয়াকুব। বার তিনেক ডাকার পর ঘুম ভাঙে তার। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় ফাঁসি হয় মুম্বই বিস্ফোরণের অন্যতম এই অভিযুক্তের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE