Advertisement
০৬ মে ২০২৪
Delhi Flood Situation

দিল্লিতে নতুন করে আশঙ্কা, আবার বিপদসীমা পার করল যমুনার জলস্তর, জারি বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকাল ১০টায় যমুনার জলস্তর ছুঁয়েছে ২০৫.৮৩ মিটার। যমুনার জল বিপদসীমা পার করায় স্বাভাবিক ভাবে আবার প্লাবন পরিস্থিতি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রাজধানীতে।

 photo of delhi flood

জলমগ্ন এলাকা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৬:০১
Share: Save:

দিল্লিতে আবার বিপদসীমা পার করল যমুনা নদীর জল। বৃহস্পতিবার সকাল ১০টায় যমুনার জলস্তর ছুঁয়েছে ২০৫.৮৩ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। নতুন করে যমুনার জল বিপদসীমা পার করায় স্বাভাবিক ভাবে আবার প্লাবন পরিস্থিতি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রাজধানীতে।

দিল্লি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির মধ্যেই যমুনার জলস্তর বাড়ল। অন্য দিকে, এনসিআর এলাকায় হিন্ডন নদীর জলস্তরও বাড়ছে।

কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে দিল্লির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। গত ১৩ জুলাই যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৮.৬৬ মিটার। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। গত কয়েক দিন আগেও বিপদসীমা পার করেছিল যমুনার জল। যদিও মঙ্গলবার সন্ধ্যায় জলস্তর কমতে শুরু করে। সে দিন সন্ধ্যা ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩২ মিটার। তার পর আবার বৃহস্পতিবার বিপদসীমা পার করল যমুনার জল।

অন্য দিকে, বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। আগামী পাঁচ-ছয় দিনে দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi flood Yamuna River
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE