অন্যায় ভাবে তাঁর কৃতিত্ব হাতিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার, দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার। সোমবার প্রকাশিত হচ্ছে যশবন্ত সিনহার আত্মজীবনী ‘রিলেন্টলেস।’ তাতে তিনি দাবি করেছেন যে, জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প (এনএইচডিপি) এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার (পিএমজিএসওয়াই)পরিকল্পনা আসলে তাঁরই মস্তিষ্কপ্রসূত। কিন্তু তাঁকে কৃতিত্ব না দিয়ে বাহবা কুড়োচ্ছেন বিজেপি নেতৃত্ব।
যশবন্ত সিনহার দাবি, ‘‘জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প আমারই মস্তিষ্কপ্রসূত। হঠাৎ করে এই প্রকল্প মাথায় উদয় হয়নি। বরং সাতের দশকে জার্মানিতে থাকাকালীন সে দেশের অটোবান্স প্রকল্প (দ্রুত গতির যান চলাচলের জন্য বিশেষ জাতীয় সড়ক) দেখে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করি। সুযোগ পেলে ভারতেও এই সড়ক প্রকল্প চালু করব বলে তখনই ভেবে নিয়েছিলাম।’’
১৯৯৮ সালে ভারতে এনএইচডিপি প্রকল্প চালু হয়। তার আওতায় দেশের গুরুত্বপূর্ণ সড়কগুলির উন্নয়ন এবং সেগুলির প্রস্থ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, ওই প্রকল্পের আওতায়ই দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাই—এই চার মেট্রো শহরের সংযোগ রক্ষাকারী ‘সোনালী চতুর্ভূজ’ জাতীয় সড়ক গড়ে ওঠে। এ ছাড়াও গড়ে ওঠে শ্রীনগর ও কন্যাকুমারীর সংযোগরক্ষাকারী নর্থ করিডর এবং পোরবন্দর ও শিলচরের সংযোগরক্ষাকারী ইস্ট-ওয়েস্ট করিডর।