Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভোটের ভার সেই বিতর্কিত বোপাইয়াকে

বোপাইয়ার নিয়োগকে চ্যালেঞ্জ করে পত্রপাঠ সুপ্রিম কোর্টে গিয়েছে কংগ্রেস। আগামিকাল সকাল সাড়ে ১০টায় শুনানি। আস্থা ভোট বিকেল ৪টেয়। ইয়েদুরাপ্পার সরকার গড়া নিয়ে তিন বিচারপতির যে বেঞ্চে গভীর রাতে শুনানি হয়েছিল, সেই বেঞ্চই এই মামলাটি শুনবে।

প্রোটেম স্পিকার পদে শপথ কে জি বোপাইয়ার। ছবি: পিটিআই

প্রোটেম স্পিকার পদে শপথ কে জি বোপাইয়ার। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০৩:৪৭
Share: Save:

এ খেলায় তিনি অভিজ্ঞ। অতীতেও কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার রক্ষাকর্তা হয়েছেন তিনি। আগামিকাল কঠিন পরীক্ষায় নামার আগে সেই বিশ্বস্ত অনুগামী কে জি বোপাইয়াকে প্রোটেম স্পিকার হিসেবে বেছে নিলেন ইয়েদুরাপ্পা।

বোপাইয়ার নিয়োগকে চ্যালেঞ্জ করে পত্রপাঠ সুপ্রিম কোর্টে গিয়েছে কংগ্রেস। আগামিকাল সকাল সাড়ে ১০টায় শুনানি। আস্থা ভোট বিকেল ৪টেয়। ইয়েদুরাপ্পার সরকার গড়া নিয়ে তিন বিচারপতির যে বেঞ্চে গভীর রাতে শুনানি হয়েছিল, সেই বেঞ্চই এই মামলাটি শুনবে।

কংগ্রেসের যুক্তি, প্রথা অনুযায়ী তাদের আট বারের বিধায়ক আর ভি দেশপাণ্ডের প্রোটেম স্পিকার হওয়া উচিত ছিল। বোপাইয়াকে নিয়োগ করে সংবিধানকে হত্যা করেছেন রাজ্যপাল বজুভাই বালা। আস্থা ভোটের ভিডিও রেকর্ডিংয়ের আর্জি জানিয়েছে কংগ্রেস। প্রতিবাদপত্র পাঠিয়েছে রাজ্যপালকেও।

আগামিকাল আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ আদালত আজ বলে যে, ভোটাভুটি কী ভাবে হবে তা ঠিক করবেন প্রোটেম স্পিকারই। সূত্রের খবর, এর পরেই ওই পদে বিশ্বস্ত কাউকে বসাতে তৎপর হয়ে ওঠেন ইয়েদুরাপ্পা। শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে তিন বারের বিধায়ক তথা তাঁর আগের শাসনকালে স্পিকার থাকা বোপাইয়াকে বেছে নেন তিনি।

বরাবর ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ বোপাইয়া। ২০১০ সালে খনি কেলেঙ্কারিতে ইয়েদুরাপ্পার নাম জড়ানোর পরে তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন ১১ বিজেপি বিধায়ক। ভোটাভুটির আগেই ওই বিধায়কদের সদস্যপদ খারিজ করেন বোপাইয়া। ফলে সরকার বেঁচে যায় ইয়েদুরাপ্পার। পরে অবশ্য সুপ্রিম কোর্টে সেই সিদ্ধান্ত খারিজ হয়। বোপাইয়াকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলে, আস্থা ভোটের ঠিক আগে যে ভাবে বিধায়কদের সদস্যপদ খারিজ করা হয়েছে, তা সংবিধান-বিরোধী।

কংগ্রেসের যুক্তি, বর্ষীয়ান দেশপাণ্ডে তো আছেনই, সব চেয়ে বেশি বার নির্বাচিত বিধায়ক হিসেবে তাঁর পরেই রয়েছেন বিজেপির উমেশ কাট্টি। প্রোটেম স্পিকারের সর্বজনগ্রাহ্যতার প্রশ্নও রয়েছে। কিন্তু সরকারের অস্তিত্ব প্রশ্নের মুখে বলে এঁদের কাউকেই ভরসা না করে বিতর্কিত বোপাইয়াকে প্রোটেম স্পিকার করা হল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার কথায়, ‘‘অতীতে সুপ্রিম কোর্ট বোপাইয়ার ভূমিকার তীব্র সমালোচনা করেছিল। এমন এক জনকে ওই পদে বসিয়ে ফের সংবিধানের এনকাউন্টার করলেন রাজ্যপাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KG Bopaiah face floor Karnataka Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE