Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘রাম জন্মভূমি মামলা ২৪ ঘণ্টায় মিটিয়ে দেব’, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ ছুড়লেন যোগী

রাজনীতিতে প্রিয়ঙ্কা বঢরার আবির্ভাব গুলিয়ে দিয়েছে সব অঙ্ক। এই পরিস্থিতিতে ফের রামমন্দির তাস খেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘‘রাম জন্মভূমি মামলা আমাদের হাতে দেওয়া হোক। ২৪ ঘণ্টায় তা মিটিয়ে দেব।’’ 

যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ০১:১৫
Share: Save:

রাজনীতিতে প্রিয়ঙ্কা বঢরার আবির্ভাব গুলিয়ে দিয়েছে সব অঙ্ক। এই পরিস্থিতিতে ফের রামমন্দির তাস খেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘‘রাম জন্মভূমি মামলা আমাদের হাতে দেওয়া হোক। ২৪ ঘণ্টায় তা মিটিয়ে দেব।’’

যোগীর রাজ্যেরই পূর্বাঞ্চলের দায়িত্ব দিয়ে প্রিয়ঙ্কাকে পাঠাচ্ছেন রাহুল গাঁধী। কংগ্রেস সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, কুম্ভমেলায় আগামী ৪ ফেব্রুয়ারি পুণ্যস্নান সেরে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে পারেন প্রিয়ঙ্কা। সে দিন সঙ্গে থাকতে পারেন রাহুলও। ৪ তারিখে সম্ভব না হলে ১০ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে পুণ্যস্নান সেরে নতুন দায়িত্ব নেবেন রাজীব-কন্যা।

বিরোধীদের ব্যাখ্যা, রাহুল প্রিয়ঙ্কাকে রাজনীতির ময়দানে নিয়ে আসায় রামমন্দির থেকে প্রবাসী ভারতীয় দিবস বা আয়ুষ্মান ভারত— নরেন্দ্র মোদীর সব অস্ত্রই ফিকে হয়ে গিয়েছে। এই অবস্থায় মরিয়া হয়েই বিজেপি নেতৃত্ব এ সব বলছেন। যদিও যোগী আজ দাবি করেছেন, উত্তরপ্রদেশে গত বারের থেকেও বেশি আসন পাবে বিজেপি।

আরও পড়ুন: প্রজাতন্ত্রে নারীশক্তির জয়জয়কার

রামমন্দির প্রসঙ্গে যোগী বলেন, ‘‘আদালত তাড়াতাড়ি রায় ঘোষণা করুক। এবং যদি তা না পারে, তা হলে আমাদের হাতে দিক। রাম জন্মভূমি মামলা ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করে ফেলব, ২৫ ঘণ্টাও লাগবে না!’’

সঙ্ঘপ্রধান মোহন ভাগবতও আজ ছিলেন কানপুরে। সেখানেই প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেছেন তিনি। যা দেখে অনেকেরই বক্তব্য, প্রিয়ঙ্কার বিরোধিতায় সঙ্ঘ পরিবারকে যে উত্তরপ্রদেশে সর্বশক্তি দিয়ে নামতে হচ্ছে, এই ঘটনাপ্রবাহেই তা স্পষ্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE