গমগম করছিল স্মৃতি উপবন। গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয়, গেরুয়া টুপিতে ছয়লাপ গোটা ভিড়টা, উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ১৪ বছর পর উত্তরপ্রদেশের মদনদ ফিরেছে বিজেপির হাতে। তাও নিরঙ্কুশ এবং অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। গোরক্ষপুর মঠের প্রধান যোগী আদিত্যনাথ শপথ নেবেন দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, দলের তিন প্রাক্তন সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ, বেঙ্কাইয়া নাইডু, নিতিন গডকড়ী— কে নেই যোগীর শপথ গ্রহণের মঞ্চে! হাজির ১১টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। একে নির্বাচনে বিপুল বিজয়, তার উপরে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের জন্য এমন এক মঞ্চ, যাকে নক্ষত্রখচিত বললেও কম বলা হয়। স্মৃতি উপবনে জমা হওয়া বিশাল ভিড়টা যে আবেগে আপ্লুত হয়ে পড়বে, তা মোটেই অস্বাভাবিক নয়। বিজেপি কর্মী-সমর্থকদের সেই বাঁধা-ভাঙা আবেগ আর মুহূর্মুহূ ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে সাক্ষী রেখে রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। জেনে নিন ঠিক কেমন ছিল সেই হাই প্রোফালই শপথ গ্রহণ অনুষ্ঠান: