Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪

এ রায় মোদী সরকারের বিরুদ্ধে নয়: আদিত্যনাথ

গোরক্ষপুরে নিজের গড়ে হারার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন দলে তাঁর বিরোধীরা। পরিস্থিতি সামলাতে আজ যোগী বলেন, ‘‘দলের ভোট ব্যাঙ্ক অটুট এবং এই ফলাফল আদৌ চার বছরের মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৩:৩১
Share: Save:

রাজনীতির চাপে এ বার নবরাত্রির রুটিন কাটছাঁট করতে হল যোগী আদিত্যনাথকে। আজ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয়েছে। অতীতে নয় দিনই গোরক্ষপুরে থেকে উপবাস-পুজো করতেন যোগী। এ বার নবরাত্রির শুরুর চার থেকে পাঁচ দিন তিনি থাকছেন লখনউয়েই। দল বলছে, শুক্রবার রাজ্যসভার নির্বাচন। দলীয় প্রার্থীদের জেতাতে তাই এ বার কাটছাঁট হয়েছে গোরক্ষপুর সফরে।

গোরক্ষপুরে নিজের গড়ে হারার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন দলে তাঁর বিরোধীরা। পরিস্থিতি সামলাতে আজ যোগী বলেন, ‘‘দলের ভোট ব্যাঙ্ক অটুট এবং এই ফলাফল আদৌ চার বছরের মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়। এ সপা-বসপা সুবিধাবাদী জোটের জয়।’’ সেইসঙ্গে অবশ্য এবিপি-নিউজের একটি অনুষ্ঠানে এ-ও স্বীকার করেন, ‘‘অতিরিক্ত আত্মবিশ্বাসই পরাজয়ের বড় কারণ। দল পরাজয় থেকে শিক্ষা নিয়েছে।’’

সেই শিক্ষার নমুনা হয়তো পরে বোঝা যাবে, আপাতত যোগীর পরবর্তী চ্যালেঞ্জ রাজ্যসভা নির্বাচন। ২৩ মার্চ ১০টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে উত্তরপ্রদেশে। আটটি আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। কিন্তু বিজেপি প্রার্থী দিয়েছে ৯টি আসনে। ফলে বাড়তি আসন জিতে দেখাতে হবে যোগীশিবিরকে। উত্তরপ্রদেশে একটি রাজ্যসভা আসনে জিততে গেলে ৩৭ জন বিধায়কের ভোট প্রয়োজন। সেখানে বিজেপির আট প্রার্থীকে প্রথম পছন্দের ভোট দেওয়ার পর যোগীর হাতে থাকছে ২৮টি ভোট। প্রয়োজন আরও ন’টি ভোট। বিজেপি আশা করেছিল, এর মধ্যে চারটি ভোট পাওয়া যাবে শরিক এসবিএসপি-র কাছ থেকে। কিন্তু আজ অন্তত বেসুরো গেয়েছেন শরিক প্রধান তথা যোগী মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভড়। তাঁর অভিযোগ, ‘‘উপনির্বাচন বা রাজ্যসভা-কোনও নির্বাচনেই প্রার্থী দেওয়ার আগে শরিক দলের সঙ্গে আলোচনায় বসছে না বিজেপি। তাই আমরাও ঠিক করিনি, কাকে ভোট দেব।’’ বিজেপির দাবি, ঠিক সময় শরিক দলের সঙ্গে বৈঠকে বসবে দল।

এখানেই অবশ্য থেমে থাকেননি শরিক দলের রাজভড়। তাঁর দাবি, গোরক্ষপুর এলাকায় অন্তত ৩০ হাজার ভোট ছিল দলের। কিন্তু বিজেপি তাদের প্রচারে ডাকেনি। ওমপ্রকাশের দাবি, তাঁরা প্রচারে নামলে ফল অন্যরকম হত। জিতত বিজেপি। শরিকদের এই সমালোচনায় সুর মেলাচ্ছেন দলের অন্দরে তাঁর বিরোধীরা। তাই নবরাত্রি হলেও লখনউ নগরী ছাড়তে পারছেন না যোগী।

অন্য বিষয়গুলি:

Yogi Adityanath BJP Gorakhpur Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy