নিজামের শহরে পুরসভা ভোট নিয়ে তরজা জমে উঠেছে। ভোট সংক্রান্ত একাধিক কর্মসূচি নিয়ে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন হায়দরাবাদ। শহরে এসেই প্রথমে তাঁর যাওয়ার কথা ভাগ্যলক্ষ্মী মন্দিরে। তার আগে হায়দরাবাদের নাম পাল্টে ‘ভাগ্যনগর’ করা নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য নিয়ে বিতর্ক। এ দিকে, আমিতের আসার ঠিক আগেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদবাসীকে ‘বিভাজনকারী শক্তি’-র থেকে শহরকে বাঁচানোর আবেদন জানালেন।
কখনও বিজেপির নেতা বলছেন, হায়দরাবাদ থেকে রোহিঙ্গা এবং পাকিস্তানিদের তাড়াতে ‘সার্জিকাল স্ট্রাইক’ করা হবে। আবার কখনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, ঐতিহাসিক এই শহরের নামই বদলে দেবেন।
প্রসঙ্গত, রামের নামে অযোধ্যা বিমাবন্দরের নামকরণে সায় দিয়েছে উত্তর প্রদেশ সরকার। তার পর এক সপ্তাহও কাটেনি। এ বার হায়দরাবাদের নাম পরিবর্তনের দাবি তুললেন যোগী। তাঁর মতে, নিজামের শহরের নাম বদলে ‘ভাগ্যনগর’ করা উচিত।