Advertisement
২০ এপ্রিল ২০২৪

অগপ ভেঙেই মহন্তর হাত ছাড়ল বিজেপি

দু’পক্ষে আলাপ-আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরে। তার মধ্যেই অসম গণ পরিষদকে বড় ধাক্কা দিয়ে অসমে একলা চলার সিদ্ধান্ত নিল বিজেপি। একই সঙ্গে অগপ-র ঘরও ভেঙেছে তারা। দলের অন্যতম শীর্ষ নেতা চন্দ্রমোহন পটওয়ারি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে ১২টির জন্য খসড়া প্রার্থী তালিকা তৈরি করে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিলেন, আগামী বুধবারই তাঁরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। একই সঙ্গে বিজেপি জানিয়েছে, কোকরাঝাড় ও ডিফুতে স্থানীয় উপজাতি দলের প্রার্থীকেই তারা সমর্থন করবে।

রাজীবাক্ষ রক্ষিত
গুয়াহাটি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৫০
Share: Save:

দু’পক্ষে আলাপ-আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরে। তার মধ্যেই অসম গণ পরিষদকে বড় ধাক্কা দিয়ে অসমে একলা চলার সিদ্ধান্ত নিল বিজেপি। একই সঙ্গে অগপ-র ঘরও ভেঙেছে তারা। দলের অন্যতম শীর্ষ নেতা চন্দ্রমোহন পটওয়ারি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে ১২টির জন্য খসড়া প্রার্থী তালিকা তৈরি করে বিজেপি নেতৃত্ব জানিয়ে দিলেন, আগামী বুধবারই তাঁরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। একই সঙ্গে বিজেপি জানিয়েছে, কোকরাঝাড় ও ডিফুতে স্থানীয় উপজাতি দলের প্রার্থীকেই তারা সমর্থন করবে।

বিজেপির একলা চলার সিদ্ধান্তে যথেষ্টই বিপাকে অগপ নেতৃত্ব। সূত্রের খবর, চন্দ্রমোহনের মতোই দল ছাড়তে পারেন আরও এক ঝাঁক অগপ নেতা। এই জোড়া ধাক্কা সামাল দিতে অগপ নেতৃত্ব আজ জানিয়ে দিয়েছেন, রাজ্যের ১৪টি আসনে তাঁরা একাই লড়াই করবেন।

মায়ের অসুখের কারণ দেখিয়ে গত মাসে বামেদের উদ্যোগে ডাকা তৃতীয় ফ্রন্টের বৈঠক এড়িয়ে গিয়েছিলেন অগপ সভাপতি প্রফুল্ল মহন্ত। সেই সময় তিনি বিজেপি-র সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে পুরোদমে আলাপ-আলোচনা চালাচ্ছিলেন। জোট হচ্ছে ধরে নিয়েই মহন্ত তৃতীয় ফ্রন্ট থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। দলের একটি সূত্রের কথায়, “বিজেপি যে জোটের কথা বলে নিছকই সময় কিনছিল এবং তলে তলে অগপ ভাঙার প্রস্তুতি নিচ্ছিল, তা এখন বোঝা যাচ্ছে।” বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অগপ-র সঙ্গে জোটে যাওয়ার পক্ষেই ছিলেন। কিন্তু বাদ সাধেন বিজেপির রাজ্য নেতারা। শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্বের দাবিকে অগ্রাধিকার দিয়েই মহন্তর হাত ছাড়লেন রাজনাথ সিংহরা।

অগপ-র প্রাক্তন সভাপতি চন্দ্রমোহন পটওয়ারি দীর্ঘদিন ধরেই দলের অন্যতম মুখ। গত বিধানসভা ভোটে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেই ভোট লড়েছিল অগপ। সেই চন্দ্রমোহনকে বরপেটা কেন্দ্রে প্রার্থী করার কথা ঘোষণা করে দিয়েছে বিজেপি। সূত্রের খবর, অগপ ছাড়ার আগে নলবাড়ির চামটায় অগপ-র ২১টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন চন্দ্রমোহন। ওই প্রতিনিধিরা জানান, দল ছাড়লেও চন্দ্রের প্রতি তাঁদের সমর্থন অটুট থাকবে। বিজেপিতে যোগ দিয়েছেন আগপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী হিতেন গোস্বামীও। বিজেপি সূত্রের খবর, আর এক অগপ নেতা বিজন মহাজনও বিজেপিতে যোগ দিতে পারেন।

বিজেপি সূত্রের খবর, লখিমপুরে দলের প্রদেশ সভাপতি সর্বানন্দ সোনোয়াল, গুয়াহাটিতে বিজয়া চক্রবর্তী, শিলচরে কবীন্দ্র পুরকায়স্থ, করিমগঞ্জে পরিমল শুক্লবৈদ্য বা অমরেশ রায় এবং ধুবুরিতে সইফুল ইসলাম প্রার্থী হতে পারেন।

অন্য দিকে অসমের ১০টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। কোকরাঝাড় কেন্দ্রে জোট শরিক বিপিএফকে সমর্থন দেবে তারা। বাকি তিনটি আসনেও খুব শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কলিয়াবর কেন্দ্রে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরবকে প্রার্থী করেছে কংগ্রেস। শিলচরে সন্তোষমোহন দেবের কন্যা তথা শিলচর পুরসভার বর্তমান চেয়ারপার্সন সুস্মিতা দেবকে প্রার্থী করেছে দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assam gana parisad rajibaksha rakshit assam bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE