Advertisement
১১ মে ২০২৪

ইস্তাহার টুকেছে বিজেপি, দাবি কংগ্রেসের

দেরিতে ইস্তাহার প্রকাশ করায় এমনিতেই বিস্তর প্রশ্ন উঠেছে। কংগ্রেসের এ বার নতুন অভিযোগ তাদের ইস্তাহার টুকে দিয়েছেন নরেন্দ্র মোদী! কী ভাবে? বিজেপি-র ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই আজ তা আদ্যোপান্ত ঘেঁটে ফেলেন প্রতিপক্ষের নেতারা। তার পর সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “কংগ্রেসের ইস্তাহার থেকে নির্লজ্জ ভাবে একের পর কর্মসূচি ও প্রস্তাব টুকে দিয়েছে বিজেপি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০৩:৪০
Share: Save:

দেরিতে ইস্তাহার প্রকাশ করায় এমনিতেই বিস্তর প্রশ্ন উঠেছে। কংগ্রেসের এ বার নতুন অভিযোগ তাদের ইস্তাহার টুকে দিয়েছেন নরেন্দ্র মোদী!

কী ভাবে? বিজেপি-র ইস্তাহার প্রকাশের সঙ্গে সঙ্গেই আজ তা আদ্যোপান্ত ঘেঁটে ফেলেন প্রতিপক্ষের নেতারা। তার পর সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “কংগ্রেসের ইস্তাহার থেকে নির্লজ্জ ভাবে একের পর কর্মসূচি ও প্রস্তাব টুকে দিয়েছে বিজেপি। একে তো ইস্তাহার যখন প্রকাশ হচ্ছে, তত ক্ষণে উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। তার ওপর যে ইস্তাহার প্রকাশ হল, তাতেও ভাবনার দৈন্য স্পষ্ট।”

কংগ্রেসের ইস্তাহারের সঙ্গে বিজেপির ইস্তাহারের মিল প্রসঙ্গে অভিষেক বলেন, বিজেপি নিম্ন আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কথা বলেছে। অথচ গ্রামে ‘ইন্দিরা আবাস যোজনা’ এবং শহরে ‘রাজীব আবাস যোজনা’ নামে সেই প্রকল্পের রূপায়ণ প্রথম ইউপিএ জমানা থেকেই চলছে। তা ছাড়া এ বারের ইস্তাহারে মানুষের বাসস্থানের অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করেছে কংগ্রেস।

এ ছাড়া একশ দিনের কাজের প্রকল্পকে কৃষির সঙ্গে সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বিজেপি। অথচ সেই কর্মসূচিও কেন্দ্র এর মধ্যেই রূপায়ণ করা শুরু করে দিয়েছে।

এখানেই শেষ নয়। অভিষেক দেখিয়েছেন, পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন তহবিল, সেনাবাহিনীর জন্য ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন প্রকল্প’, একশটি নতুন শহর গড়ে তোলা, স্বাস্থ্য পরিষেবার নিশ্চয়তা, জাতীয় দক্ষতা মিশন গঠন ইত্যাদির মতো যে সব বিষয়ে বিজেপি ইস্তাহারে ফলাও করে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলি হয় সরকার এর মধ্যেই বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে কিংবা কংগ্রেসের নির্বাচনী ঘোষণাপত্রে রয়েছে। তা ছাড়া দারিদ্রসীমার ওপরে একটি নব্য মধ্যবিত্ত শ্রেণি তৈরির যে প্রস্তাব বিজেপি দিয়েছে, সে কথাও রাহুল গাঁধী এ বার প্রথম থেকেই বলছেন।

কংগ্রেস মুখপাত্ররা আজ ঠাট্টা করে বলেন, তাড়াহুড়োয় এতটাই অমনোযোগের সঙ্গে বিজেপি কংগ্রেসের ইস্তাহার টুকেছে যে কংগ্রেসের ইস্তাহার প্রকাশের দিনটাও তারা নিজেদের ইস্তাহারে টুকে ফেলেছে। কংগ্রেসের ইস্তাহার প্রকাশ হয়েছিল ২৬ মার্চ। বিজেপি আজ ইস্তাহার প্রকাশ করলেও, পুস্তিকার মুখবন্ধে মুরলীমনোহর জোশীর নামের পর ২৬ মার্চ তারিখেরই উল্লেখ রয়েছে। অভিষেক বলেন, “এমনকী ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী যে মন্তব্য করেছিলেন, সেটাও টুকলি করেছেন নরেন্দ্র মোদী। সনিয়া বলেছিলেন, “ইস্তাহার প্রকাশ কংগ্রেসের কাছে কোনও প্রথা নয়, কংগ্রেস একে পবিত্র নথি বলে মনে করে। তা রূপায়ণেরও চেষ্টা করে।” আজ মোদীও বলেন, “ইস্তাহার প্রকাশ বিজেপি-র কাছে নিছক প্রথা নয়। প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়েই বিজেপি ইস্তাহার রচনা করে।”

তবে কংগ্রেসের এই সব অভিযোগ আজ সপাটে খারিজ করে দিতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “ইস্তাহারে ঘোষিত সব প্রকল্প ও রূপরেখা জানুয়ারি মাসে দলের জাতীয় পরিষদের বৈঠক থেকেই জানিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তা ছাড়া কংগ্রেস কখনওই যাবতীয় প্রকল্প ও কর্মসূচির একমাত্র স্বত্বাধিকারী হতে পারে না।” তবে ঘরোয়া আলোচনায় বিজেপি নেতারাও স্বীকার করছেন, এমন অভিযোগের মুখে যে পড়তে হতে পারে সেই আশঙ্কা তাঁদের ছিল। দেরিতে ইস্তাহার প্রকাশই তার কারণ। এ জন্য ইস্তাহার রচনার দায়িত্বে থাকা মুরলীমনোহর জোশীকেই দুষছেন তাঁরা।

কিন্তু টুকলির অভিযোগ ছাড়া বিজেপির ইস্তাহার নিয়ে কংগ্রেসের কি কোনও সমালোচনা নেই?

জবাবে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেন, “আমাদের ইস্তাহার নকল করে আমাদেরই সব কর্মসূচির কথা তারা বললে, কী ভাবে তার সমালোচনা করব বলুন? কংগ্রেসের কর্মসূচিতে বিজেপির আস্থাই বরং এর ফলে প্রকাশ পাচ্ছে। তবে ইস্তাহারে যে ভাবে রামমন্দির নির্মাণ, অভিন্ন দেওয়ানি বিধি এবং ৩৭০ ধারা বিলোপের কথা বলা হয়েছে, তাতে বিজেপির আসল সাম্প্রদায়িক চেহারাটা প্রকাশ পেয়ে গিয়েছে।”

তবে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “রামমন্দির নির্মাণ, বা অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা আসলে লোক ঠকানো। কারণ, অতীতে বাজপেয়ী জমানাতেও বিজেপির ইস্তাহারে এই সব প্রস্তাব ছিল। কিন্তু তারা তা রূপায়ণ করেনি। কারণ একুশ শতকের ভারতে এগুলি আর করা সম্ভব নয়। ওই প্রসঙ্গগুলি উস্কে দিয়ে আসলে সমাজে বিভাজন তৈরিই তাদের লক্ষ্য।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

congress bjp manifesto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE