ছাত্র সংসদের নির্বাচনে প্রকাশ্যে এল কলেজে পড়ুয়াদের উপস্থিতির হার কতটা কমেছে! সে কারণে ১১টি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলেন না। করিমগঞ্জের রবীন্দ্রসদন মহিলা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ১৭টি পদের মধ্যে ১১টিতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় উপস্থিতির হার ছিল না সংশ্লিষ্ট প্রার্থীদের। তবে উপ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদের জন্য ভোট নেওয়া হয়। দু’টি পদই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাতছাড়া হয়েছে। দু’টি পদেই জিতেছেন এসইউসিআই সমর্থিত নির্দল প্রার্থী। বিকেলে সে জন্য শহরে বিজয় মিছিল বের করে এসইউসিআই। আদালতের নির্দেশ অনুযায়ী, কলেজে ৭৫ শতাংশের নীচে উপস্থিতির হার থাকা পড়ুয়ারা ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।