Advertisement
E-Paper

কাশ্মীরে জট খুলল, জোট সরকারে বিজেপি

বিতর্কিত বিষয়ে দূরত্ব ঘুচিয়ে জম্মু-কাশ্মীরে জোট সরকার গড়ার কথা ঘোষণা করল পিডিপি ও বিজেপি। আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বৈঠকের পর এই প্রথম দুই দলের দুই শীর্ষ নেতা প্রকাশ্যে এই সিদ্ধান্তের কথা ঘোষণার করলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫১
মেহবুবা মুফতিকে শাল উপহার দিচ্ছেন অমিত শাহ। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

মেহবুবা মুফতিকে শাল উপহার দিচ্ছেন অমিত শাহ। মঙ্গলবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

বিতর্কিত বিষয়ে দূরত্ব ঘুচিয়ে জম্মু-কাশ্মীরে জোট সরকার গড়ার কথা ঘোষণা করল পিডিপি ও বিজেপি। আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বৈঠকের পর এই প্রথম দুই দলের দুই শীর্ষ নেতা প্রকাশ্যে এই সিদ্ধান্তের কথা ঘোষণার করলেন।

মতাদর্শগত ভাবে বিরোধী এই দুই দল গত দু’মাস ধরে সরকার চালানোর জন্য একটি অভিন্ন কর্মসূচি তৈরির কাজে ব্যস্ত ছিল। তবে জটিলতা ছিল দুটি বিষয়ে। অনুচ্ছেদ ৩৭০ ও সামরিক বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা আইন। পিডিপি চাইছিল, বিজেপি লিখিত আকারে জানাক, তারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের পরিবর্তন করবে না। বিজেপি রাজি হয়নি। তবে পিডিপির অবস্থান মেনে অভিন্ন কর্মসূচিতে বিজেপি সঙ্ঘের মূল কর্মসূচির সঙ্গে অনেকটাই আপস করতে বাধ্য হয়েছে। তেমনই কাশ্মীরে সামরিক বাহিনীর হাতে বিশেষ ক্ষমতার বিষয়েও পিডিপির দাবি অনেকটাই মানতে হয়েছে বিজেপিকে। ধাপে ধাপে সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

বিজেপি নেতৃত্ব জানেন, এর জন্য সমালোচনার মুখে পড়তে হবে তাঁদের। সে কারণে এখন থেকেই দল বলতে শুরু করেছে, এই প্রথম বার বিজেপি সরকারে সামিল হচ্ছে। মুফতি মহম্মদ সঈদ মুখ্যমন্ত্রী হলেও উপমুখ্যমন্ত্রী বিজেপির হবে। বিজেপি নেতাদের যুক্তি, তাঁরা একার ক্ষমতায় যখন সরকারে আসবে, তখন দল ও সঙ্ঘের ভাবনা বাস্তবায়িত করার চেষ্টা করবে। এ কথা আরএসএস নেতৃত্বকেও বোঝানো হয়েছে। ঘটনা হলো, লোকসভার প্রচারে নরেন্দ্র মোদী অনুচ্ছেদ ৩৭০ নিয়ে শুধু মাত্র আলোচনা শুরু করার কথা বলেছিলেন। কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রচারেও এই বিষয় নিয়ে বিজেপি তেমন উচ্চবাচ্য করেনি।

তবে উপত্যকার মনকে ভারতের অন্য প্রান্তের সঙ্গে জুড়তে বিজেপির যে লক্ষ্য ছিল, আজ সে সুরে কথা বলেছেন মেহবুবা। অমিত শাহের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “শুধু ক্ষমতার জন্য সরকার গঠন হচ্ছে না। জম্মু-কাশ্মীরের মানুষের হৃদয় জয় করার লক্ষ্য নিয়ে এই জোট হচ্ছে। জম্মু-কাশ্মীরের প্রত্যাশা ও দেশের স্বার্থকে মাথায় রেখেই আমরা একজোট হয়ে এগিয়েছি।” অমিত শাহ ঘোষণা করেন, মুফতি মহম্মদ সঈদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। তার পর শপথের দিনক্ষণ স্থির হবে। বিজেপি সূত্রের মতে, ১ মার্চ শপথ গ্রহণ হতে পারে। নরেন্দ্র মোদীও উপস্থিত থাকতে পারেন অনুষ্ঠানে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের এক জনকে মুখ্যমন্ত্রী করে বিজেপি নেতৃত্বও এ বার রাজনৈতিক বার্তা দিতে চাইছেন।

kashmir assembly pdp bjp mehbooba mufti amit shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy