সেনা ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র প্রাণ হারাল। যোরহাটের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, আজ বেলা ১২টা নাগাদ কাকডোঙা এলাকায় বিরাজ গগৈ নামে স্থানীয় সি কে বি কলেজের এক ছাত্র স্কুটারে চেপে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি সেনার ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য দিকে, গুয়াহাটির বামুনিমৈদাম এলাকায় শোধনাগারের একটি বাস চন্দনা নাথ নামে এক তরুণীকে পিষ্ট করে দেয়। ঘটনাস্থলেই তাঁর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। একটি মোটর সাইকেলের ধাক্কায় রিক্সা থেকে চন্দনাদেবী রাস্তায় ছিটকে পড়ার পরে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে চালককে মারধর করে স্থানীয় জনতা। বাসটিতেও ভাঙচুর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।