Advertisement
E-Paper

টিকিট কেটে ইকোনমি ক্লাসে যাত্রী ফডণবীস

রবিবারের দুপুর। ঘটনাস্থল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। নাগপুরগামী বিমানের ইকোনমি ক্লাসে আমজনতার মাঝে স্ত্রী-কন্যাকে নিয়ে বসে আছেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস! দিন চারেক আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ঘোষণা করেছে, পরিকল্পনা বহির্ভূত সরকারি খরচ কমাতে হবে। তাই প্রধানমন্ত্রীর দফতরের অনুমতি ছাড়া এ বার থেকে আর সরকারের টাকায় বিদেশ সফরে যাওয়া যাবে না।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০২:৩৭
শ্রদ্ধাঞ্জলি। নাগপুরে সঙ্ঘের সদর দফতরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। সোমবার। ছবি: পিটিআই

শ্রদ্ধাঞ্জলি। নাগপুরে সঙ্ঘের সদর দফতরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। সোমবার। ছবি: পিটিআই

রবিবারের দুপুর। ঘটনাস্থল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। নাগপুরগামী বিমানের ইকোনমি ক্লাসে আমজনতার মাঝে স্ত্রী-কন্যাকে নিয়ে বসে আছেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস!

দিন চারেক আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ঘোষণা করেছে, পরিকল্পনা বহির্ভূত সরকারি খরচ কমাতে হবে। তাই প্রধানমন্ত্রীর দফতরের অনুমতি ছাড়া এ বার থেকে আর সরকারের টাকায় বিদেশ সফরে যাওয়া যাবে না। যদি বা যান, সরকারি অফিসারদের বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত পুরোপুরি বন্ধ। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, “সরকারি অফিসাররা তাঁদের পদ অনুযায়ী বিমানের বিভিন্ন শ্রেণিতে যাতায়াত করতে পারেন। কিন্তু কেউই আর সরকারি খরচে বিজনেস ক্লাসের টিকিট পাবেন না।” অনেকেরই মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিকা মেনে সরকারি খরচ কমাতে ফডণবীসের এই পদক্ষেপ। বিশেষত, তাঁর রাজ্যের ঘাড়ে যখন ৩ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। চার্টার্ড ফ্লাইটের বদলে যাত্রিবাহী বিমানে ওঠার পাশাপাশি মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী তাই ইকোনমি ক্লাসে সফর সেরেছেন।

নির্দেশিকায় এটাও বলা হয়েছিল যে, দেশে বা বিদেশে সফরের ক্ষেত্রে কোনও মন্ত্রী বা আমলার সঙ্গীকে বিনামূল্যে এর পর থেকে টিকিট দেওয়া হবে না। ফডণবীস শুধু স্ত্রী-মেয়ের টিকিট কেটেই থামেননি, নিজের টিকিটের টাকাটাও পকেট থেকেই দিয়েছেন। ফডণবীসের ঘনিষ্ঠ সূত্রেই জানা গিয়েছে সেই খবর।

মুখ্যমন্ত্রীকে সহযাত্রী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত জেট এয়ারওয়েজের যাত্রীদের সকলেই। এগিয়ে এসে কথা বলেছেন অনেকে। কাউকে কাউকে দেখা গিয়েছে ফডণবীসের সঙ্গে নিজস্বী তুলতে। তিনিও হাসি মুখেই সকলের আবদার মিটিয়েছেন। ওই বিমানের যাত্রী সঞ্জয় পাণ্ডে নামে এক ব্যবসায়ী বললেন, “মহারাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এর আগে কখনও কোনও মুখ্যমন্ত্রী যাত্রিবাহী বিমানে সফর করেননি। তা-ও আবার নিজের খরচে! রাজ্যের পক্ষে ভাল লক্ষণ।”

নাগপুরে পৌঁছনোর পর ফডণবীসকে ফুল-মালা নিয়ে, বাজি ফাটিয়ে সংবর্ধনা জানান সমর্থকরা। এই প্রথম শহরের কোনও ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই আনন্দে শোভাযাত্রাও করেন তাঁরা। মুখ্যমন্ত্রী যখন খরচ বাঁচাচ্ছেন, তখন তাঁর সমর্থকরা কী ভাবে এ ভাবে এত টাকা ওড়ান? এ প্রশ্নও উঠেছিল। দলের এক কর্মীর জবাব, “সাধারণ মানুষের টাকা নয়। আমাদের নিজেদের তহবিলের টাকা খরচ করে অনুষ্ঠান করা হয়েছে।”

devendra fadnavis cost cutting narendra modi economy class
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy